ফ্যাক্ট চেক: বালুচিস্তানে তিরঙ্গা যাত্রার আয়োজন দাবিতে ছড়াল শ্রীনগরে এবিভিপি’র মিছিলের পুরনো ভিডিও

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে বালুচিস্তান কিংবা ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি এবিভিপি’র তরফে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লালচকে আয়োজিত তিরঙ্গা যাত্রা’র দৃশ্য। 

Advertisement
ফ্যাক্ট চেক: বালুচিস্তানে তিরঙ্গা যাত্রার আয়োজন দাবিতে ছড়াল শ্রীনগরে এবিভিপি’র মিছিলের পুরনো ভিডিও

অপারেশন সিঁদুর আর তার প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধ আবহ। এরই মধ্যে দেশের অন্দরেই পাকিস্তানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বালুচিস্তান। ইতিমধ্যে পাকিস্তান থেকে স্বাধীনতাপ্রাপ্তির ঘোষণা করেছেন বালুচ নেতা মীর ইয়ার বালুচ-সহ বালুচিস্তানের নাগরিকদের একাংশ। পাশাপাশি, স্বাধীনতা ঘোষণার পর ভারতের সমর্থনও চেয়েছেন মীর ইয়ার বালুচ। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। 

যেখানে বহু সংখ্যক যুবক-যুবতীকে ‘তিরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন উপলক্ষ্যে ভারতের জাতীয় পতাকা নিয়ে বালুচিস্তানে মিছিল করা হয়েছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বালুচস্থানে আজ ভারতীয় পতাকা নিয়ে ভারত জয়ের ত্রিরাঙ্গা যাত্রা হচ্ছে দেখুন।” একই সঙ্গে ভিডিওর ফ্রেমর উপরে তিনি পাকিস্তানের পতাকা ব্যবহার করে তার উপরে একটি ক্রস চিহ্ন এঁকে দিয়েছেন।  

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে বালুচিস্তান কিংবা ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি এবিভিপি’র তরফে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লালচকে আয়োজিত তিরঙ্গা যাত্রা’র দৃশ্য। 

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় আমরা সেটিতে জম্মু-কাশ্মীর ভিত্তিক সংবাদমাধ্যম এশিয়ান নিউজ হাবের লোগো দেখতে পাই। উক্ত সূত্র ধরে ভিডিওটির সত্যতা জানতে আমরা সেটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ এবং এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। তখন চলতি বছরের ৩০ জানুয়ারি এশিয়ান নিউজ হাবের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, এবিভিপি’র তরফে আজ বিকেলে শ্রীনগরের লালচকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এশিয়ান নিউজ হাবের অফিশিয়াল ফেসবুক পেজেও এই একই তথ্য-সহ ভিডিওটি শেয়ার করা হয়েছে। 

Advertisement

 

এরপর উক্ত তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি দ্য হিন্দুতে এই সংক্রান্ত বিস্তারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এবিভিপি’র তরফে ৫০ ফুট লম্বা ভারতের জাতীয় পতাকা নিয়ে একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। ব়্যালিটি শ্রীনগরের ট্যুরিস্ট রিসেপশন সেন্টার (টিআরসি) থেকে শুরু হয়ে রেসিডেন্সি রোড ও রিগাল চক হয়ে ঐতিহাসিক লালচকে গিয়ে শেষ হয়। মূলত কাশ্মীরের যুবক-যুবতীরা ভারতের পক্ষে রয়েছে সেই বার্তা দিতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন।

এর থেকে প্রমাণ হয় যে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন উপলক্ষ্যে বালুচিস্তানে তিরঙ্গা যাত্রার আয়োজন দাবিতে শেয়ার করা হচ্ছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন উপলক্ষ্যে ভারতের জাতীয় পতাকা নিয়ে বালুচিস্তানে মিছিল করা হয়েছে। 

ফলাফল

ভিডিওটির সঙ্গে বালুচিস্তান কিংবা ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি এবিভিপি’র তরফে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লালচকে আয়োজিত তিরঙ্গা যাত্রা’র দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement