ফ্যাক্ট চেক: পাকিস্তানের সংসদে দুই মহিলা সাংসদের মারামারি? না ভিডিওটি আফগানিস্তানের

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পাকিস্তানের সংসদের নয়। বরং সেটি ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তানের সংসদে দুই মহিলা সাংসদ নাজিফা জাকি ও হামিদা আহমদজাইয়ের মারমারির দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: পাকিস্তানের সংসদে দুই মহিলা সাংসদের মারামারি? না ভিডিওটি আফগানিস্তানের

সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোনও একটি সংসদের ভিতরে একজন মহিলা সদস্যকে প্রথমে অপর এক মহিলা সদস্যকে লক্ষ্য করে জুতো ছুড়তে এবং পরবর্তী একে অপরের সঙ্গে হাতাতাতি করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি পাকিস্তানের সংসদে দুই মহিলা সাংসদের মারামারি করার দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে সেটির ক্যপশ ও ফ্রেমের উপরে লিখেছেন, “পাকিস্তানের সংসদের অবস্থা।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পাকিস্তানের সংসদের নয়। বরং সেটি ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তানের সংসদে দুই মহিলা সাংসদ নাজিফা জাকি ও হামিদা আহমদজাইয়ের মারমারির দৃশ্য।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০১১ সালের ৭ জুলাই একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনাম ও বিস্তারিত অংশে সেটিকে, আফগানিস্তানের সংসদে দুই মহিলা সাংসদের হাতাহাতির দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে ২০১১ সালের ৬ জুলাই আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি আউটলুক আফগানিস্তানে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছরের ৫ জুলাই আফগানিস্তানের সংসদে দুই মহিলা সাংসদ নাজিফা জাকি এবং হামিদা আহমদজাই একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।

২০১১ সালের ৬ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫ জুলাই আফগানিস্তানের সংসদে মহিলা সাংসদ তথা প্রাক্তন আর্মি জেনারেল নাজিফা জাকি তাঁর সহকর্মী সাংসদ হামিদা আহমেদজাইয়ের দিকে জুতা ছুড়ে মারেন। অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ হামিদা আহমেদজাই নাজিফা জাকিকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের জলের বোতল ছোড়েন। এই ঘটনার প্রতিবাদে ১০ জন আফগান সাংসদ সংসদ থেকে বেরিয়ে যান।

Advertisement

এর থেকে প্রমাণ হয় যে, পাকিস্তানের সংসদে দুই মহিলা সাংসদের মারামারি দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৪ বছরের পুরনো আফগানিস্তানের সংসদের ভিডিও শেয়ার করা হচ্ছে।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওটিতে পাকিস্তানের সংসদে দুই মহিলা সাংসদের মারামারি করার দৃশ্য দেখা যাচ্ছে। 

ফলাফল

ভিডিওটি পাকিস্তানের সংসদের নয়। বরং সেটি ২০১১ সালের জুলাই মাসে আফগানিস্তানের সংসদে দুই মহিলা সাংসদ, নাজিফা জাকি ও হামিদা আহমদজাইয়ের মারমারির দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement