
আগেই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’ অভিযানের মাধ্যমে পহেলগাঁওয়ে জঙ্গিহানার বদলা নিল ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সূত্রের খবর এখনও পর্যন্ত অন্ততপক্ষে ৮০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে নিজের এক্স হ্যান্ডেল থেকে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মাটিতে একটি যুদ্ধ বিমান পড়ে থাকতে এবং সেটিতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘অপারেশন সিন্দুর’এর জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ব্রেকিং নিউজ পাকিস্তানের পাল্টা আক্রমণে ভারতের যুদ্ধ বিমান বিধস্ত। পাকিস্তান জিন্দাবাদ”
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কোনও সম্পর্ক নেই। বরং ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান রাজস্থানের বারমেরে ভেঙে পড়েছিল।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করার সময় আমরা লক্ষ্য করি সেটির ফ্রেমের উপরে সংবাদ সংস্থা IANS (Indo-Asian News Service)-এর লোগো দেখতে পাই। সেই সূত্র ধরে ভাইরাল ভিডিও ও দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর IANS-এর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়।
ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “বারমের সেক্টরে নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার ফলে পাইলটকে বেরিয়ে আসতে হয়। তবে পাইলট নিরাপদে আছেন এবং কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: ভারতীয় বিমানবাহিনী।”
During a routine night training mission in Barmer sector, an IAF MiG-29 encountered a critical technical snag, forcing the pilot to eject. The pilot is safe and no loss of life or property was reported. A Court of Inquiry has been ordered: IAF pic.twitter.com/Y9vPcqpWhU
— IANS (@ians_india) September 2, 2024
এরপর উক্ত সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভাইরাল ভিডিও বা সেটির স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমের সেক্টরে নিয়মিত প্রশিক্ষণ মিশন চলাকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় পাইলটের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এরপর পরবর্তী অনুসন্ধানে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আমরা ভারতীয় বিমান বাহিনীর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে বিমান বাহিনীর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “বারমের সেক্টরে একটি নিয়মিত রাতের প্রশিক্ষণ মিশনের সময়, ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ বিমানে গুরুতর কারিগরি ত্রুটি দেখা দেয়। যার ফলে পাইলটকে বেরিয়ে আসতে হয়। পাইলট নিরাপদে আছেন এবং কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
During a routine night training mission in Barmer sector, an IAF MiG-29 encountered a critical technical snag, forcing the pilot to eject. The pilot is safe and no loss of life or property was reported. A Court of Inquiry has been ordered.
— Indian Air Force (@IAF_MCC) September 2, 2024
এর থেকে প্রমাণ হয় যে, যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়ার পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি-সহ শেয়ার করা হচ্ছে।
‘অপারেশন সিন্দুর’এর জবাবে পাকিস্তান সেনার পাল্টা হামলায় ভারতের একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে।
ভাইরাল ভিডিওটির সঙ্গে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কোনও সম্পর্ক নেই। বরং ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান রাজস্থানের বারমেরে ভেঙে পড়েছিল।