ফ্যাক্ট চেক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবির সামনে দিয়ে বাবরদের হেঁটে যাওয়ার এই দৃশ্যটি ভুয়ো

ছবিটি শেয়ার করে নেটিজেনরা দাবি করছেন, পাকিস্তান দলকে ভারতে স্বাগত জানানোর সময় দেওয়ালে একটি ছবি টাঙানো ছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবির সামনে দিয়ে বাবরদের হেঁটে যাওয়ার এই দৃশ্যটি ভুয়োফ্যাক্ট চেক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবির সামনে দিয়ে বাবরদের হেঁটে যাওয়ার এই দৃশ্যটি ভুয়ো

চলতি অক্টোবর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। ইতিমধ্যেই সকল দেশগুলি ভারতে চলে এসেছে ও অনুশীলনও তারা শুরু করে দিয়েছে। সেই আবহে এ বার সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ক্রিকেট দলের একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে।

ছবিটি শেয়ার করে নেটিজেনরা দাবি করছেন, পাকিস্তান দলকে ভারতে স্বাগত জানানোর সময় দেওয়ালে একটি ছবি টাঙানো ছিল। ছবিটিতে সেই ঐতিহাস মুহুর্ত তুলে ধরা হয়েছে, যখন ১৯৭১ সালের মুক্তযুদ্ধের পর বাংলাদেশের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী।

ভাইরাল হওয়া ছবিতে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, তাঁদের বাঁ-দিকে থাকা দেওয়ালে ১৯৭১ সালের সেই ঐতিহাসিক ছবির ফ্রেমটি দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, "ভারতের স্টেডিয়ামে ১৯৭১ সালে পাকিস্তানের বাংলাদেশের কাছে করা আত্নসমর্পণের ছবি  আর মজার বিষয় হলো ঠিক সেই ছবির সামনে দিয়ে পাকিস্তান দলের প্লেয়াররা হেঁটে যাচ্ছে।"

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম অনুসন্ধান করে দেখেছে যে, এই ছবিটি ভুয়ো। ১৯৭১ সালের এই ছবিটি এডিট করে যোগ করা হয়েছে।

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজার পর আমরা ওই একই ছবি সিয়াসট ডট কম নামের একটি পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবরে দেখতে পাই। ভাইরাল পোস্টের মতই ওই একই ছবি সেখানেও দেখা যাচ্ছিল। যদিও এতে দেওয়ালে কোনও এমন কোনও ছবি দেখা যায়নি সেখানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা আত্মসমর্পণের ছবি রয়েছে।

এরপর আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে আসল ভিডিয়োটি আমরা একাধিক টুইটার ব্যবহারকারীর হ্যান্ডেলে দেখতে পাই। জানা যায়, এই ভিডিয়োটি কোনও ক্রিকেট স্টেডিয়ামের নয়। বরং যে সময় বাবরের দল হায়দরাবাদ বিমানবন্দরে নেমে বিমান থেকে বেরিয়ে আসছিল, সেই সময়কার।

Advertisement

এই ভিডিয়োগুলির ঠিক ১২ সেকেন্ডের মাথায় যে ফ্রেমটি দেখা যাচ্ছে, সেই ফ্রেমের সঙ্গে ভাইরাল ছবির ফ্রেমটি তুলনা করলেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ছবিটি আসলে সেখানে এডিট করে বসানো হয়েছে।

অর্থাৎ, আমাদের অনুসন্ধানে স্পষ্ট হয়ে যায় যে একটি সম্পাদিত ছবির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভারতের স্টেডিয়ামে ১৯৭১ সালে পাকিস্তানের বাংলাদেশের কাছে করা আত্মসমর্পণের ছবি, আর পাকিস্তান টিম সেই ছবির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।

ফলাফল

ভাইরাল ছবিটি সম্পাদিত, বা এডিটেড। আসলে দেওয়ালে কোনও ছবি ছিল না। দৃশ্যটি কোনও স্টেডিয়াম নয় বরং হায়দরাবাদ বিমান বন্দরের।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement