
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিজের শেষপর্বে চলে এসেছে। দক্ষিণের কণ্যাকুমারী থেকে শুরু হওয়া এই যাত্রা আপাতত রয়েছে হরিয়ানায়। এই যাত্রার দরুণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানা বিভ্রান্তিকর ছবি ও ভিডিয়ো। এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর একটি ভিডিয়ো ফেসবুকে ও টুইটারে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী ভারতের জনসংখ্যা "১৪০ কোটি টাকা" বলেছেন।
ভিডিয়োটি নেটিজেনদের পাশাপাশি বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও শেয়ার করেছেন। ভিডিয়োটি শেয়ার করে তিনি রাহুলের উদ্দেশে তীর্যক সুরে কটাক্ষ করে লিখেছেন যে, "আটার পরিমাপ লিটারের পর এবার জনসংখ্যার তুলনা টাকায়। এমনই মহাজ্ঞানী রাহুল গান্ধী।"
लीटर में आटा और रूपए में आबादी,
— Sambit Patra (@sambitswaraj) January 6, 2023
ऐसे गजब के महाज्ञानी हैं राहुल गांधी... pic.twitter.com/I3HbWRY1JW
ভিডিয়োটিতে রাহুল গান্ধীকে বলতে শোনা যাচ্ছে, "দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের বলতে চাই। দেশের জনসংখ্যা ১৪০ কোটি টাকা।"
ভাইরাল ভিডিয়োটির আর্কাইভ সংস্করণ এখানে দেখতে পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক টিম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিয়োটি অসম্পূর্ণ। রাহুল গান্ধী ভুলবশত জনসংখ্যাকে টাকার সঙ্গে তুলনা করলেও পর মুহুর্তেই নিজেকে শুধরে নিয়েছিলেন। কিন্তু সেই অংশটি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
আফয়া তদন্ত
রাহুলের এই ভাষণের আসল ভিডিয়োটি খুঁজে বের করতে আমরা এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করি। তখন হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যেখানে রাহুলের ১৪০ কোটি বক্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে রাহুলের মন্তব্যটি উদ্ধৃত করে লেখা হয়, "আমার মাথায় একটি প্রশ্ন আসছে। ভারতের জনসংখ্যা ১৪০ কোটি, কিন্তু মাত্র ১০০ জন ধনী মানুষের কাছে দেশের ৫০ শতাংশ সম্পদ রয়েছে। আপনাদের মনে হয় এটা ন্যায় হচ্ছে! এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত।" এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাহুল গত ৬ জানুয়ারি হরিয়ানার পানিপথে এই বক্তব্য দিয়েছিলেন।
এটিকে সূত্র ধরে আমরা কিছু কিওয়ার্ড সার্চ করি এবং এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের ইউটিউব চ্যানেলে এই ভাষণের আসল ভিডিয়োটি খুঁজে পাই। সাড়ে ৩৩ মিনিটের এই ভিডিয়োতে রাহুলে ভাষণের পূর্ণাঙ্গ ভিডিয়োটি দেখতে পাই। ভিডিয়োটির ঠিক ১ মিনিট ৫৬ সেকেন্ডের মাথায় রাহুলকে ওই বক্তব্যটি দিতে শোনা যায় যা ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে।
রাহুল বলেন, "দেশের জনসংখ্যা ১৪০ কোটি টাকা (থেকে), ১৪০ কোটি লোক।" অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, প্রথমে ভুল করে টাকার বিষয়টি বললেও রাহুল পরের মুহূর্তেই নিজেকে শুধরে নিয়েছিলেন যদিও ভাইরাল ক্লিপগুলি থেকে তাঁর নিজেকে সংশোধন করে নেওয়ার অংশটি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
এই আগে গত সেপ্টেম্বর মাসেও রাহুলের ভাষণের একটি অসম্পূর্ণ ক্লিপ ছড়িয়ে দাবি করা হয়, রাহুল আটার পরিমাপ লিটারের মাধ্যমে করছেন। যা ছিল বিভ্রান্তিকর। ইন্ডিয়া টুডের পক্ষ থেকে সেবারও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়।একই ভাবে এই ভিডিয়োটি অসম্পূর্ণভাবে ছড়ানো হয়েছে।
রাহুল গান্ধী বলেছেন যে দেশের জনসংখ্যা "১৪০ কোটি টাকা।"
রাহুল প্রথমে মুখ ফস্কে এমন বললেও পর মুহূর্তেই নিজেকে শুধরে নেন। ভাইরাল ভিডিয়োটি অসম্পূর্ণ।