
জি টোয়েন্টি (G 20) সম্মেলন উপলক্ষে ভারতে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠকও করেছেন বাইডেন, হাসিনারা। তাঁরা পরস্পরের সঙ্গেও সখ্যতা বিনিময়ও করেছেন।
এই সম্মেলনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার একটি ছবি। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে একই ছবিতে দেখা যাচ্ছে। ছবিটার সঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম রয়েছে, "জোর করে বাইডেনের সাথে ছবি তুললেন শেখ হাসিনা"। একই দাবি-সহ ছবিটা শেয়ার বা পোস্টও করেছেন অনেকে।
কিন্তু ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক তদন্ত করে দেখেছে যে, আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড। আদতে এমন কোনও খবর আনন্দবাজারে প্রকাশিত হয়নি ।
কীভাবে এগলো অনুসন্ধান?
সত্যি যদি জোর করে কিংবা মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনা ছবি তুলতেন, তবে সেটা সংবাদ জগতের কাছে একটি বড় খবর হত। ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে, খ্যাতনামা সংবাদমাধ্যমে প্রকাশিত এমন কোনও খবর আমরা খুঁজে পাইনি।
এরপর ভাইরাল ছবিটির উপরের অংশে লেখা রয়েছে ৯ সেপ্টেম্বর তারিখটি। সেই মতো আনন্দবাজার পত্রিকার ৯ সেপ্টেম্বরের কাগজটি ই-পেপারে ওয়েবসাইটে খুঁজে বের করা হয়। সেখানে দেখা যায় যে ভাইরাল ছবিতে শেখ হাসিনা ও বাইডেনকে নিয়ে যে খবরটি রয়েছে, সেটার কোনও অস্তিত্ব আসল কাগজে নেই। আসল কাগজে মোদী ও বাইডেনের ছবি এবং শিরোনামে লেখ হয়েছে, "চিনের সম্পর্ক আর্থিক হলেও রক্তের বন্ধ ভারত, বার্তা হাসিনার।" এছাড়া দুটো কাগজে বাকি খবরগুলো একই রয়েছে।
ভাইরাল শিরোনামের সঙ্গে হাসিনা-বাইডেনের যে ছবিটা ব্যবহার করা হয়েছে তার ইতিহাস কী?
সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, জি টোয়েন্টি বৈঠকের মাঝে, নিজেদের মধ্যে আলাপচারিতার সময় ছবি তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেলফিও তুলেছেন তাঁরা।
G 20 in India | US President Joe Biden and Bangladesh PM Sheikh Hasina share a candid moment as they take a selfie at the venue of the G 20 Summit in Delhi.
— ANI (@ANI) September 9, 2023
(Photos courtesy: Bangladesh High Commission) pic.twitter.com/t3hhgBK9sW
একই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছে অন্যান্য সংবাদমাধ্যম যেমন- Sangbad Pratidin, Etv Bharat এবং Economic Times-এও।
সুতরাং এখন এটা প্রমাণিত যে, আনন্দবাজার পত্রিকার খবরের ভাইরাল স্ক্রিনশটটি ফেক বা ভুয়ো।
জোর করে বাইডেনের সঙ্গে ছবি তুললেন শেখ হাসিনা।
আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার ভাইরাল ছবিটি সম্পাদিত বা এডিটেড। আদতে এমন কোনও খবর আনন্দবাজারে প্রকাশিত হয়নি।