ফ্যাক্ট চেক: গুজরাটের সুরাটে আয়োজিত তিরঙ্গা যাত্রার ভিডিও ভাইরাল হলো বালুচিস্তানের দৃশ্য দাবিতে

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি পাকিস্তানের অংশ বালুচিস্তানের নয় বরং ভারতের। এই ভিডিওটি গুজরাটের যেখানে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে এই মিছিলটি বের করা হয়েছিল।

Advertisement
ফ্যাক্ট চেক: গুজরাটের সুরাটে আয়োজিত তিরঙ্গা যাত্রার ভিডিও ভাইরাল হলো বালুচিস্তানের দৃশ্য দাবিতে

বিগত কয়েক মাস যাবৎ পাকিস্তানের পশ্চিমাঞ্চল বালুচিস্তানে অশান্ত পরিস্থিতি বিরাজমান। পাকিস্তানী শাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে বিএলএ বা বালোচ লিবারেশন আর্মি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে বালুচিস্তানে নাকি ভারতীয় পতাকা নিয়ে গান-বাজনা করে একটি মিছিল হচ্ছে।

ভিডিওটি পোস্ট করে তার সঙ্গে লেখা হয়েছে, "মোদিজীর পাওয়ার, দেখে গর্ব বোধ হচ্ছে, পাকিস্তানের একটি অংশ বালুচিস্থানে ভারতের জাতীয় পতাকা উড়ছে।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি পাকিস্তানের অংশ বালুচিস্তানের নয় বরং ভারতের। এই ভিডিওটি গুজরাটের যেখানে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে এই মিছিলটি বের করা হয়েছিল।

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে ওই একই ভিডিও একটি ইনস্টাগ্রাম পেজে পাওয়া যায়। এই পেজে অসমীয়া ক্যাপশনের সঙ্গে পোস্ট করা হয়েছিল। 

দিনপাঁচেক আগে পোস্ট করা এই ভিডিওটির সঙ্গে অসমীয়া ভাষায় পোস্ট করা ক্যাপশনের অনুবাদ করলে দাঁড়ায়, গুজরাটের বহরী সম্প্রদায়ের মুসলিম মানুষদের তিরঙ্গা যাত্রা। এই বিষয়টিকে সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে গুজরাটের স্থানীয় সংবাদ মাধ্যম ভিটিভি নিউজের ফেসবুক পেজে ওই একই দৃশ্য-সহ ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি গত ১৪ মে পোস্ট করা হয়েছিল। 

ভিডিওটি পোস্ট করে গুজরাটি ভাষায় যে ক্যাপশন লেখা হয়েছিল তার অনুবাদ করলে দাঁড়ায়, অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে গুজরাটের সুরাটে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিল দ্বারা সুরাটের বাঘাল চার রাস্তা থেকে চৌক বাজার পর্যন্ত এই যাত্রার আয়োজন করা হয়। 

ভাইরাল ভিডিওটিতে ঠিক যে জায়গাটি দেখতে পাওয় যাচ্ছে, ঠিক সেই জায়গাটির ছবি নীচে গুগল ম্যাপের মাধ্যমে দেওয়া হলো। সুরাটের চারমিনার মসজিদও এই মোড়েই রয়েছে। 

Advertisement

তবে এ কথা উল্লেখযোগ্য যে বালুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি ভারতের অপারেশন সিঁদুরের সাফল্যে সাধুবাদ জানিয়েছে। তবে এই আলোচ্য ভিডিওটি যে পাকিস্তান বা বালুচিস্তানের নয়, তা বুঝতে কোনও মতেই বাকি থাকে না। 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে বালুচিস্তানে ভারতের জাতীয় পতাকা-সহ মিছিল বের করা হয়েছে।

ফলাফল

ভিডিওটি গুজরাটের সুরাটের। যেখানে গত ১৪ মে অপরেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে তিরঙ্গা যাত্রা বের করা হয়েছিল। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement