ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষের ওপর আক্রমণের এই ছবিগুলি সাম্প্রতিক নয়, ঘটনাটি ২০২১ সালে ঘটেছিল

দিলীপ ঘোষকে এবার বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই এলাকায় প্রচারে বেরিয়েই নাকি আক্রান্ত হতে হয়েছে দিলীপ ঘোষকে। এমনটাই দাবি সোশ্যাল মিডিয়ার একাংশের। 

Advertisement
ফ্যাক্ট চেক: দিলীপ ঘোষের ওপর আক্রমণের এই ছবিগুলি সাম্প্রতিক নয়, ঘটনাটি ২০২১ সালে ঘটেছিল

লোকসভা নির্বাচনের প্রচারপর্ব তুঙ্গে। এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। প্রার্থীরাও দুয়ারে-দুয়ারে ঘুরে ভোট চাইছেন জনতার কাছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের কতগুলি ছবি বেশ ভাইরাল হচ্ছে। 

দিলীপ ঘোষকে এবার বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই এলাকায় প্রচারে বেরিয়েই নাকি আক্রান্ত হতে হয়েছে দিলীপ ঘোষকে। এমনটাই দাবি সোশ্যাল মিডিয়ার একাংশের। 

হাতে আঘাতের ছবি-সহ ভাঙা গাড়ির কাচের ছবি পোস্ট করে ফেসবুকে একটি পোস্টে লেখা হচ্ছে, "তোলামূল এর বিদায়ঘন্টা বেজে গেছে। ওরা মরিয়া হয়ে উঠেছে। রাজ্যের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রের প্রাক্তন সহসভাপতি, বরিষ্ঠ কার্যকর্তা ও বর্দ্ধমান - দূর্গাপুরের বিজেপি প্রার্থী মাননীয় দিলীপ ঘোষের উপর তোলামূল এর জেহাদি বাহিনীর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই।"

এই পোস্টের আর্কাইভ লিঙ্ক এখানে দেখা যাবে। 

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল পোস্টটি বিভ্রান্তিকর। দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং তিন বছর আগের। 

কীভাবে জানা গেল সত্যি

ভাইরাল ছবিগুলিকে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে খোঁজার পর ওই একই ছবি আমরা আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদনে দেখতে পাই। ২০২১ সালের ৭ এপ্রিল প্রকাশিত এই প্রতিবেদনে লেখা হয়, দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করে। 

এই ঘটনাটি কোচবিহারের শীতলখুচির কাছে ঘটেছিল বলেই সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়। এই নিয়ে আজতক বাংলাতেও তখন খবর করা হয়। 

একটু আরও সন্ধান চালিয়ে দেখা যায়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেও ২০২১ সালের ৭ এপ্রিল ছবিগুলি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। 

Advertisement

এরপরের দিন, অর্থাৎ ৮ এপ্রিলে প্রকাশিত মানি কন্ট্রোলের একটি রিপোর্টে উল্লেখ করা হয়, এই ঘটনার প্রেক্ষিতে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, সেই সময় রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর ছিল। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার বিশদ রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। 

অন্যদিকে, গত সোমবার বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার, লাঠি হাতে প্রাতঃভ্রমণ করতে দেখা যায় দিলীপবাবুকে। এ বাদে আর তেমন কোনও উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। এই বিষয়ে এবিপি আনন্দ, ও হিন্দুস্তান টাইমসের খবর দেখা যাবে। 

ফলে এর থেকেই আর বুঝতে বাকি থাকে না যে, ২০২১ সালে ঘটা একটি ঘটনাকে লোকসভা নির্বাচনের আবহে সাম্প্রতিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। 

 

ফ্যাক্ট চেক

Social Media Users

দাবি

লোকসভা নির্বাচনের আগেই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের লোকসভা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলা তৃণমূলের।

ফলাফল

এই ঘটনাটি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেকার। এপ্রিল মাসে কোচবিহারের শীতলখুচিতে তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement