গত ২৭ সেপ্টেম্বর ইজরায়লি হানায় মৃত্যু হয় লেবাননের হিজবুল্লাহ বাহিনীর প্রধান হাসান নাসারুল্লার। হিজবুল্লাহর তরফেও তাঁর মৃত্যুর সত্যতা স্বীকার করে নেওয়া হয়। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ইজরায়লি সেনাবাহিনীর সদস্যদের নাচার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, ইজরায়লি পতাকাধারী এক ব্যক্তি একটি বুলডোজারের উপর বসে আসছে, মাইক হাতে নিয়ে কিছু বলছে। এবং এরপর সেনার পোশাকে থাকা ব্যক্তিরা উল্লাসে নাচ করছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাকে হত্যা করার পর এভাবেই নাচে মেতে উঠেছে সে দেশের সেনাবাহিনীর সদস্যরা।
উদাহরণস্বরূপ, এই ভিডিওটি পোস্ট করে অনেকেই এর ক্যাপশনে লিখেছেন, "হিজবুল্লার চিফ হাসান নাসরাল্লাহকে ৭২ হুরের কাছে পাঠানোর পর ইজরাইল সৈনিকরা উল্লাসে ডান্স করছে।"
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর কোনও সম্পর্ক নেই। এটি ২০২৩ সালের ভিডিও।
কীভাবে জানা গেল সত্যি?
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চের পর আমরা ওই একই ভিডিও দেখতে পাই একটি এক্স পোস্টে। ২০২৩ সালের ১০ নভেম্বর এই ভিডিওটি পোস্ট করা হয়। যা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর কোনও সংযোগ থাকা সম্ভব না।
כמה שאני אוהב אותם שמחים
— אורן חסקי 🇮🇱haski oren (@haski_oren) November 10, 2023
אביהו פנחסוב קורע מצחוק. pic.twitter.com/ZTZ2PAZbdL
এই পোস্টে থাকা হিব্রু ভাষার ক্যাপশন অনুবান করে এখানে 'এভিহু পিনাসোভ' নামক কোনও ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায় যে এভিহু পিনাসোভ একজন ইজরায়লি পপস্টার। তাঁর নামের সঙ্গে ইজারায়লি সেনার সাযুজ্য রেখে কিওয়ার্ড সার্চ করলে আমরা দ্য জিউইশ ক্রনিকল নামের একটি ওয়েবসাইটের রিপোর্ট পাই যেখানে এই অনুষ্ঠান থেকেই ভিন্ন ভিন্ন স্ক্রিনশট তুলে ধরা হয়েছিল।
সেই প্রতিবেদন থেকে জানা যায়, সেনাবাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে এভিহু পিনাসোভকে উত্তর ইজরায়লে অবস্থানরত ইউনিটে পারফর্ম করার আমন্ত্রণ জানানো হয়। তবে এই অনুষ্ঠানে সামরিক নিয়ম লঙ্ঘন করে সেনা সদস্যদের অস্ত্র প্রদর্শন করা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। সংবাদ সূত্র অনুযায়ী, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেশ কিছু সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি কয়েকজনকে সাময়িকভাবে সাসপেন্ডও করা হয়।
আমরা দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও প্রতিবেদন পাই যেখানে ভাইরাল ক্লিপটি দেখা যাচ্ছিল। ২০২৩-এর ১৭ নভেম্বর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এভিহু পিনাসোভের সফরের সময় বেশ কিছু সেনা সংরক্ষিত সদস্যকে রূঢ় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছিল।
সুতরাং, এটা পরিষ্কার যে একটি ইজরায়লি সেনার মনোবল বৃদ্ধির জন্য পারফর্মেন্সের একটি পুরানো ভিডিওকে নাসরুল্লাহর মৃত্যুর সঙ্গে জুড়ে মিথ্যে দাবিতে প্রচার করা হচ্ছে।
হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মৃত্যুর পর ইজরায়লি সেনা সদস্যদের নাচ।
এই ভিডিওটি ২০২৩ সালের এবং ইজারায়লি সেনার মনোবল বৃদ্ধির জন্য একটি অনুষ্ঠানের দৃশ্য।