
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে উভয় দেশের যুদ্ধ সংক্রান্ত একাধিক ভিডিও। এমনই একটি ভিডিওতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কোনও একটি যুদ্ধ বিদ্ধস্ত স্থানে ভেঙে পড়া একাধিক বিল্ডিংয়ের নীচ থেকে কয়েকজনকে মৃতদেহ উদ্ধার করতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি ভারতের হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাকিস্তানের বর্তমান দৃশ্য। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “পাকিস্তানের বর্তমান অবস্থা।” একই সঙ্গে তিনি ভিডিওর ফ্রেমের উপরে ‘অপারেশন সিঁদুর’ লেখার পাশাপাশি এর ক্যাপশনে #IndiaPakistanWar ও #pehelgamattack-এর মতো হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের ৯ এপ্রিল গাজায় ইজরায়েলি বিমান হামলার দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ৯ এপ্রিল রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা TTSS-এর অফিশিয়াল ওয়েবসাইটে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, সেটি ২০২৫ সালের ৯ এপ্রিল গাজায় ইজরায়েলি বিমান হামলার দৃশ্য। এই ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং কমপক্ষে ৫৫ জন আহত হন।
এরপর উক্তসূত্র ধরে পরবর্তী সার্চ করলে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ ২০২৫ সালের ৯ এপ্রিল তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিতে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৯ এপ্রিল গাজা শহরের পূর্বাঞ্চলে শেজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটের একটি বাড়িতে ইজরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন প্যালেস্তাইন নাগরিক নিহত এবং ৫০ জন আহত হন।
অন্যদিকে গত ৯ এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররে প্রকাশিত একটি প্রতিবেদনেও এই একই ছবি-সহ একই তথ্য উল্লেখ করা হয়েছে তবে আনাদোলু এজেন্সির অন্য একটি প্রতিবেদনে এই ঘটনায় মৃতের সংখ্যা পরবর্তীতে বেড়ে ৩৮ জন হয় বলে উল্লেখ করা হয়েছিল।
এর থেকে প্রমাণ হয় যে, ভারতের হামলার পর পাকিস্তানের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দাবি করে ছড়ানো হচ্ছে গাজার ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তান।
ভিডিওটির সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৫ সালের ৯ এপ্রিল গাজায় ইজরায়েলি বিমান হামলার দৃশ্য।