
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হয়েছে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। আর এই আবহে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মহিলা-সহ কিছু ব্যক্তিকে জোর করে একটি ঘরের ভিতরে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর কর্মীদের।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরান যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল সেই সময় ইজরায়েলের বাঙ্কারে আশ্রয় নেওয়া ভারতীয়দের বাঙ্কার থেকে জোর করে বার করে দিয়েছিল সে দেশের সেনারা। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“ ভারতীয়দের টেনে হিঁচড়ে ব্যাংকার থেকে বের করে দিচ্ছে ইজরায়েলের সৈন্যরা।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি চলতি বছরের ২৮ মে ইজরায়েলের তেল আভিভে আয়োজিত সরকার বিরোধী বিক্ষোভের। এর সঙ্গে সাম্প্রতিক ইরান-ইজরায়েল যুদ্ধ কিংবা ভারতীয়দের কোনও সম্পর্ক নেই।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ২৯ মে রাশিয়ান সংবাদ সংস্থা আরটি (RT)-র অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, তেল আভিভে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দলের সদর দফতরের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভরত বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয় ইজরায়েলি পুলিশ।
Israeli police FORCIBLY clear protesters at Bibi’s party HQ in Tel Aviv — Jerusalem Post
— RT (@RT_com) May 28, 2025
They staged a non-violent sit-in for 600 minutes https://t.co/fHWqpFqTqx pic.twitter.com/r3oIkEXD0t
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে একাধিক সংবাদমাধ্যমে ভাইরাল ভিডিও অথবা ভিডিওর স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় যুদ্ধ বিরতি এবং হামাসের হাতে বন্দি ইজরায়েলি নাগরিকদের মুক্তির জন্য বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আভিভে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টির সদর দফতরে বিক্ষোভ প্রদর্শন করে বন্দিদের আত্মীয়রা।
এ বিষয়ে টাইমস অফ ইজরায়েলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৮ মে হামাসের হামলার ৬০০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে তেল আভিভে জড়ো হন কয়েক হাজার ইজরায়েলি নাগরিক। পাশাপাশি এখনও গাজায় বন্দি ইজরায়েলি বাসিন্দারের পরিবারের সদস্যরাও এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং তারা তাদের প্রিয়জনদের মুক্তির জন্য সরকারের কাছে বন্দি বিনিময় চুক্তির দাবি জানিয়েছিলেন।
এর থেকে প্রমাণ হয় যে, ভাইরাল ভি়ডিওটির সঙ্গে ইজরায়েলের বাঙ্কারে আশ্রয় নেওয়া ভারতীয়দের কোনও সম্পর্ক নেই।
ভিডিওতে দেখা যাচ্ছে, ইরান-ইজরায়েল যুদ্ধের সময় বাঙ্কার থেকে ভারতীয়দের জোর করে বের করে দিচ্ছে ইজরায়েলি সেনারা।
ভাইরাল ভিডিওটি চলতি বছরের ২৮ মে ইজরায়েলের তেল আভিভে আয়োজিত সরকার বিরোধী বিক্ষোভের। এর সঙ্গে সাম্প্রতিক ইরান-ইজরায়েল যুদ্ধ কিংবা ভারতীয়দের কোনও সম্পর্ক নেই।