
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে বোরখা পরা অসংখ্য ছাত্রীকে কোনও একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতের একটি মহিলা মাদ্রাসায় হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ভা,র,তে একটি মহিলা মাদ্রাসায় আ,ক্র,ম,ণ হিন্দুত্ববাদী স"ন্ত্রা"সী"রা।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইয়েমেনের রাজধানী সানার একটি বালিকা বিদ্যালয়ে হুথি বিদ্রোহীদের হামলা চালানোর দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, “ইয়েমেনের সানার উত্তর হামদান এলাকায় মেয়েদের একটি স্কুলে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।”
এরপর উক্ত সূত্র ধরে একাধিক কিওয়ার্ড সার্চ করলে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর ইয়েমেন ভিত্তিক সংবাদমাধ্যম ইয়েমেন নাউ নিউজে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেন অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানার হামদান এলাকার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। পাশাপাশি তারা ছাত্রীদের ক্লাস থেকে বের করে স্কুলটি বন্ধ করে দেয়। স্কুল কর্তৃপক্ষ স্কুলের দেয়ালে সবুজ ব্যানার ও পতাকা লাগাতে এবং বিদ্যালয়ের ছাত্রীরা নবী হজরত মহম্মদ জন্মদিন উদযাপন করতে অস্বীকার করলে এই হামলা চালানো হয় বলে খবর। ইয়েমেন ভিত্তিক অপর এক সংবাদমাধ্যম Aicaden Tv-র প্রতিবেদনেও এই একই তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে এই সংক্রান্ত আরও অনুসন্ধান চালালে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ইয়েমেন ভিত্তিক অপর এক সংবাদমাধ্যম Yemen Shabab-তে ভাইরাল ভিডিও-সহ একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, স্কুল কর্তৃপক্ষ ২৬ সেপ্টেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপনের আয়োজন করেছে এই সংক্রান্ত অজুহাত দেখিয়ে হামদান জেলার ওই বালিকা বিদ্যালয়টিতে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। পাশাপাশি তারা ছাত্রীদের বার করে স্কুলটিতে তালা লাগিয়ে দেয়।
এর থেকে প্রমাণ হয় যে ভারতে একটি মহিলা মাদ্রাসায় হিন্দুত্ববাদীদের তরফে হামলা চালানো হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে ইয়েমেনের পুরনো ভিডিও।
ভিডিওটিতে ভারতের একটি মহিলা মাদ্রাসায় হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা।
ভিডিওটির সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইয়েমেনের রাজধানী সানার একটি বালিকা বিদ্যালয়ে হুথি বিদ্রোহীদের হামলা চালানোর দৃশ্য।