রাতের অন্ধকারে প্যারিস শহর বলে ভাইরাল হলো একটি ছবি ফেসবুকে। কিছু ব্যবহারকারী ক্যাপশনে লিখছেন এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা প্যারিস শহরের রাতের দৃশ্য। ছবিটি দেখলে মনে হচ্ছে যেন মহাকাশ থেকে তোলা প্যারিসের রাতের দৃশ্য যেখানে আইফেল টাওয়ার এবং শহরের অন্যান্য সৌধ, রাস্তাঘাট দেখা যাচ্ছে।
ভাইরাল পোস্টটি আর্কাইভ হয়েছে এখানে ।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর। ভাইরাল ছবিটি রাতের অন্ধকারে প্যারিস শহরের প্রকৃত দৃশ্য নয়। এটি একজন ফরাসি শিল্পীর ডিজিটাল মাধ্যমে তৈরী শিল্প সৃষ্টি।
আমরা রিভার্স ইমেজ সার্চের সাহায্যে এই ভাইরাল ছবিটি "ফটো সার্কেল " নামের একটি ফোটোগ্রাফি এবং ডিজিটাল আর্ট-এর ওয়েবসাইটে খুঁজে পাই। সেখানে জর্জেস আমাজো নামের এক শিল্পীর সৃষ্টি হিসেবে ছবিটি রয়েছে।
আমরা এই শিল্পীর ইনস্টাগ্রাম পেজে দেখতে পাই এবছর জানুয়ারীতে এই ভাইরাল ছবিটি পোস্ট করেন সেই শিল্পী।
সুতরাং এটি বাস্তবিকে মহাকাশ থেকে নেওয়া রাতের আকাশে প্যারিসের দৃশ্য নয় , এটি এক ফরাসি শিল্পীর নিজস্ব সৃষ্টি।
এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা প্যারিস শহরের রাতের দৃশ্য।
ভাইরাল ছবিটি রাতের অন্ধকারে প্যারিস শহরের প্রকৃত দৃশ্য নয়। এটি একজন ফরাসি শিল্পীর ডিজিটাল মাধ্যমে তৈরী শিল্প সৃষ্টি।