
রাতের অন্ধকারে দুটি বাঘের দৃশ্য ভাইরাল হয়েছে ফেসবুকে । দাবী করা হয়েছে ভিডিওটি সম্প্রতি মহারাষ্ট্রের পঞ্চগনি-মহাবালেশ্বর রাস্তার ওপর তোলা। ভাইরাল ভিডিওতে দুটি বাঘকে জঙ্গল থেকে বেরিয়ে বড় রাস্তার ওপর হাঁটতে দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওর ওপর ইংরেজিতে লেখা, পঞ্চগনি-মহাবালেশ্বর রাস্তার ওপর বাঘ দেখা গেলো, তারিখ লেখা হয়েছে ১৯ সে অগাস্ট, ২০২১।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিওটি দু বছরের পুরোনো এবং এটি টাডোবা- আন্ধারি ন্যাশনাল পার্কের।
ভাইরাল ভিডিওটি সম্প্রতি টুইট করেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। সেই টুইটের জবাবে সারাং ঘোরমারে নামের এক ব্যক্তি একটি ফেসবুক লিংক দিয়ে দাবী করেন যে ভাইরাল ভিডিওটি তার তোলা।
২০১৯ সালের ৩ শরা নভেম্বর তারা টাডোবা- আন্ধারি ন্যাশনাল পার্কে রাত্রিকালীন সাফারির সময় বাঘেদের এই দৃশ্য দেখতে পান। তারা ৫ ই নভেম্বর ফেসবুকে সেটি পোস্ট করেন।
আমরা ঘোরমারেদের সঙ্গে যোগাযোগ করি। তারা জানান যে সপরিবারে টাডোবা- আন্ধারি ন্যাশনাল পার্কে সাফারির সময় এই দৃশ্যটি তারা ক্যামেরায় ধরে রাখে। তারা আমাদের আরও কিছু ভিডিও পাঠায় সেই সময়কার। ৬ ই নভেম্বর ২০১৯ সালে তারা ভাইরাল ভিডিওটি ইউটুবে আপলোড করে। এই ইউটিউব ভিডিওটি তে কিন্তু ভাইরাল ভিডিওর মতো কোনো কিছু লেখা নেই।
টাডোবা- আন্ধারি ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত। এখানে প্রায়শই পর্যটকরা (হাইপার )বাঘ দেখে থাকেন। সুতরাং ফেসবুকের ভাইরাল দাবীটি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি দু বছরের পুরোনো এবং টাডোবা- আন্ধারি ন্যাশনাল পার্কের।
ভিডিওটি সম্প্রতি মহারাষ্ট্রের পঞ্চগনি-মহাবালেশ্বর রাস্তার ওপর তোলা।
ভিডিওটি দু বছরের পুরোনো এবং এটি টাডোবা- আন্ধারি ন্যাশনাল পার্কের।