Jokes: 'তাহলে কোথায় থাকবে...', স্ত্রীকে কেন এমন বলল স্বামী? পড়ুন মজার জোকস!

Viral Jokes: হাসলে মানসিক চাপ দূর হয়। আপনি যদি মনকষ্টে থাকেন বা আপনার মন বিচলিত হয় তবুও আপনি একাকী হাসতে পারেন এই কৌতুক পড়ে। চলুন মজার এই জোকসগুলি পড়ে দেখা যাক।

Advertisement
'তাহলে কোথায় থাকবে...', স্ত্রীকে কেন এমন বলল স্বামী? পড়ুন মজার জোকস!প্রতীকী ছবি
হাইলাইটস
  • হাসলে মানসিক চাপ দূর হয়
  • চলুন মজার এই জোকসগুলি পড়ে দেখা যাক

Viral Jokes in Bengali: আপনি যদি সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস করেন, তাহলে আপনার জীবনের অর্ধেকেরও বেশি সমস্যার সমাধান হয়ে যাবে এভাবে। এর পাশাপাশি মানসিক চাপও আপনার থেকে দূরে থাকবে। তাই আপনাদের হাসাতে মজার জোকস নিয়ে এসেছি। এই মজার জোকসগুলি পড়ুন...

> প্রতিবেশী- বৌদি দাদাকে দেখা যাচ্ছে না।
বৌদি- আমাদের ঝগড়া হয়েছে, সে বাগানে আছে।
 প্রতিবেশী- দেখলাম সে বাগানে নেই। 
বৌদি- খুঁড়ে দেখলে?
 প্রতিবেশী অজ্ঞান

> রমেশ- তোর চোখ ফোলা কেন? 
সুরেশ- গতকাল আমার বউয়ের জন্মদিনের জন্য কেক এনেছি 
রমেশ- কিন্তু এর সঙ্গে চোখ ফোলার কী সম্পর্ক? 
সুরেশ- আমার স্ত্রীর নাম 'তপস্যা' আর বোকা কেকের দোকানদার লিখেছে 'শুভ জন্মদিনের সমস্যা'...

> স্বামী (ফোনে স্ত্রীকে) - তুমি খুব মিষ্টি...!
 স্ত্রী- ধন্যবাদ...! 
স্বামী- তুমি তো রাজকন্যার মতো...! 
বউ - অনেক ধন্যবাদ... আর বলো কি করছো 
স্বামী - খালি বসে আছি, তাই ভাবলাম মজা করা উচিত...!

> স্ত্রীঃ ঘরের সব অকেজো জিনিস বের করে দাও... 
স্বামীঃ তাহলে তুমি কোথায় থাকবে পাগলি?

>শিক্ষক- তুমি পাখি সম্পর্কে সব জানেন? 
ছাত্র- হ্যাঁ 
শিক্ষক- আচ্ছা বলো তো কোন পাখি উড়তে পারে না? 
ছাত্র- মরা পাখি 
এরপর  থাপ্পড়..... আর চড়

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)
 

POST A COMMENT
Advertisement