Jokes In Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> শিক্ষক- ১৫টি ফলের নাম বল।
টিল্লু - আম, কলা, পেয়ারা।
শিক্ষক- ভালই বলছে, আরও ১২টি ফলের নাম দাও।
টিল্লু - এক ডজন কলা
> টিটু- প্রতিবেশী বন্ধু মিন্টুকে বলল- আজ সকালে তোমার কুকুর আমার বই ছিঁড়েছে
মিন্টু- আমি এখিন ওকে শাস্তি দেব
টিটু- ছাড় ভাই, আমি শাস্তি দিয়েছি
মিন্টু- হতবাক, কেমন করে?
টিটু- আমি ওর বাটি থেকে দুধটা খেয়ে নিলাম!
> মন্টু- আরে মনু, তুমি এত মোটা হয়ে গেলে কীভাবে?
মনু- আমাদের বাড়িতে ফ্রিজ নেই।
মন্টু- তাই?
মনু- তাই কিছু বাঁচাতে পারছি না, সব খেতে হচ্ছে।
> দুই ভাই মন্টু ও চন্টু একই ক্লাসে পড়তো।
শিক্ষক- তোমরা দুজনে তোমাদের বাবার নাম আলাদা করে লিখলে কেন?
মন্টু- স্যার, নইলে আবার বলবেন আমরা নি কপি করেছি!
> সবজি বিক্রেতা চিৎকার করে বলছিলেন.. ফুলকপি জোড়া ২০ টাকায় ।
সোনু এই কথা শুনে মন খারাপ করে মনুকে বলল- দেখতো, ফুলকপিরও জোড়া হয়, আমিই খালি একা!
>একবার ৫ জন ডাক্তার মিলে একটা ঘোড়ার অপারেশন করলেন।
অপারেশনের পর সিনিয়র ডাক্তার কম্পাউন্ডারকে বললেন- দেখ পেটে কোন টুল আছে কি না,
কম্পাউন্ডার বললেন- সব টুল আছে, কিন্তু ডাঃ গুপ্তকে আর দেখা যাচ্ছে না!
> মহিলা- আমার ওজন কমবে কীভাবে?
ডাক্তার - ঘাড় ডান বামে নাড়ান
মহিলা - কোন সময়ে?
ডাক্তার- কেউ খাবারের কথা বললে!
> ছেলে- তোমার নাম কি?
মেয়ে- আমার নাম বিধি।
ছেলে- আমার নাম বিধান।
মেয়ে- তো কী করবো?
ছেলে- আরে এটা তো বিধির বিধান।
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)