scorecardresearch
 

Funniest Husband And Wife Jokes: ঘুম থেকে উঠেই মেকআপ করতে বসল স্ত্রী, কারণ জেনে খাবি খাচ্ছেন স্বামী!

Funny Jokes and Chutkule in Bengali: হাসলে একজন ব্যক্তির মেজাজ ভাল থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা এতটাই চাপে থাকে যে তারা হাসতেও ভুলে যাচ্ছে। তাই আপনাদের মজা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Bengali Chutkule: বর্তমান সময়ে নিজেকে সুস্থ রাখাও চ্যালেঞ্জের চেয়ে কম নয়। লোকেরা তাদের কাজের চাপে নিজের দিকে মনোযোগ দিতে পারে না, তবে আপনি যদি এই চ্যালেঞ্জটিকে সহজ করতে চান তবে আপনার প্রতিদিন হাসতে থাকা অভ্যাস করা উচিত। আসলে, আমরা আমাদের হাসি থেকে অনেক উপকার পাই। হাসি মানসিক চাপ দূর করে এবং হৃদরোগের ঝুঁকিও কমায়। হাসলে যদি আপনার মন খুশি থাকে তবে আপনি অনেক সমস্যা থেকে রক্ষা পাবেন। হাসি রক্ত ​​সঞ্চালন বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি কমায়। তাই আপনাকে হাসাতে আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়লে আপনি হাসি থামাতে পারবেন না।

> তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে।
প্রথম বন্ধুঃ “জানিস আমি স্বপ্নে দেখলাম, মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।”
দ্বিতীয় বন্ধুঃ “আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি।”
তৃতীয় বন্ধুঃ “আমি স্বপ্নে দেখলাম এতো কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস।”

> ডাক্তার  রোগীকে - আপনি যদি আমার ওষুধ খান
 সুস্থ হলে আমায় কী পুরস্কার দেবেন?
রোগী- স্যার, আমি খুব গরীব মানুষ,
আমি কবর খুঁড়ি, আপনারটা বিনা পয়সায় খুঁড়ে দেবো।

আরও পড়ুন

> টিটু- বন্ধু, মাথায় খুব ব্যথা।
শিতু- মাথা ব্যথা হলে গার্লফ্রেন্ডের সঙ্গে কিছুক্ষণ কথা বল।
টিটু- কেন? 
শিতু- শুনিসনি, বিষে বিষ মরে।

> স্ত্রী ভোরে ঘুম থেকে উঠে
সোজা মেকআপ লাগাতে লাগলেন, স্বামীর চোখ খুলে গেল।
স্বামীঃ তুমী কি সকাল সকাল পাগল হয়ে গেছ
ভোরবেলা মেকআপ করছ?
স্ত্রীঃ চুপ কর, আমি ফোনে ফেস লক করেছিলাম, 
এখন ফোন চিনতে পারছে না।

Advertisement

> কাল রাতে মদ্যপান খুব বেশি হয়ে গেছিল,
রবি হোটেল ভেবে কোর্টে চলে গিয়েছিল
সামনে বসা বিচারক বললেন:
অর্ডার অর্ডার…
আর রবি বলে ফেলল:
 একটা চিকেন অর দুই কোয়ার্টার।

> প্রথম বন্ধু : জানিস, ডোনাল্ড ট্রাম্প আমার আপন কাকা।
দ্বিতীয় বন্ধু : তাই নাকি! তা আগে বলিসনি তো?
প্রথম বন্ধু : আপন বলতে বাবার আপন খুড়তুতো  ভাই আর কি!
দ্বিতীয় বন্ধু : তাই, বারাক ওবামাও কি তোর বাবার আপন খুড়তুতো ভাই?
প্রথম বন্ধু : ঠিক তেমন নয়। বাবার ঘনিষ্ঠ বন্ধু আর কি!
দ্বিতীয় বন্ধু : কী, বারাক ওবামা তোর বাবার ঘনিষ্ঠ বন্ধু?
প্রথম বন্ধু : আরে বাবার সঙ্গে প্রায়ই দেখা হয়।
দ্বিতীয় বন্ধু : তাই, তোর বাবার সঙ্গে প্রায়ই দেখা হয়?
প্রথম বন্ধু : আরে দেখা হয় মানে বাবা তাকে প্রায়ই টিভিতে দেখে!

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Advertisement