Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> নান্টুর বাড়িতে এক বন্ধু এসেছেন বেড়াতে-
নান্টু: জানিস, আমার ছেলেটা কিন্তু চমৎকার গাইতে পারে।
কই খোকা, চাচ্চুকে একটা গান শোনাও।
খোকা গান শোনাল। গান শেষে উচ্ছ্বসিত নান্টু বলল-
নান্টু: দেখেছিস, কী চমৎকার গায়! ওকে গান শেখাতে গিয়ে আমার কত টাকা খরচ হয়েছে জানিস?
বন্ধু: কেন? প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হয়েছে বুঝি?
> প্রচণ্ড দুর্যোগের সময় এক নাবিক জাহাজের সর্দারের জীবন বাঁচালেন-
সর্দার: তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো, কীভাবে তোমাকে আমি পুরস্কৃত করতে পারি?
নাবিক: সর্দার, সবচেয়ে ভালো হয়, আপনি যদি ব্যাপারটি গোপন রাখেন।
সর্দার: কেন?
নাবিক: কারণ আমি আপনার জান বাঁচিয়েছি, তা জানতে পারলে অন্য নাবিকরা আমার জান নিয়ে নেবে!
> তেলের দোকানে ইনকাম ট্যাক্সের লোক রেড দিতে পারে এমন আশঙ্কায় এক তেল ব্যবসায়ী তার কর্মচারীকে ডেকে বললেন–
ব্যবসায়ী: ৩০ টিন তেল মাটির নীচে লুকিয়ে রাখ।
২ ঘণ্টা পর কর্মচারী এসে তেল ব্যবসায়ীকে বললেন–
কর্মচারী: মালিক, ৩০ টিন তেল তো মাটির নীচে লুকিয়ে ফলেছি, এখন তেলের খালি টিনগুলো কোথায় রাখবো!
> রাজা: ধরো, আমি যদি স্থান পরিবর্তন করি। তুমি বসবে আমার ওই সিংহাসনে আর আমি বসব তোমার জায়গায়।
উজির: না মহারাজ, সেটা সম্ভব নয়।
রাজা: কেন? তোমার কি রাজা সাজতে লজ্জা হয়?
উজির: না, রাজা হতে লজ্জা হবে না, কিন্তু লজ্জা পাব আপনার মতো একটা নির্বোধকে আমার উজির হতে দেখে!
> ডালিম: কিরে কালাই, আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন?
কালাই: ঘুমিয়ে থাকলে চেহারাটা কেমন দেখায় একটু দেখছি, এই যা!
> মুক্তিযুদ্ধের সময় বাঙালির আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তানের কমান্ডার বললেন-
কমান্ডার: উফ! মুক্তিবাহিনীর বিচ্ছুগুলো আমাদের ঘোল খাইয়ে ছাড়ল। রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে।
পাকিস্তানি সেনা: তাই তো বলি স্যার, গোবর পোড়া গন্ধ আসে কোথা থেকে!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)