Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> প্রথম ঢপবাজ: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
দ্বিতীয় বাজ: কি বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে ওভেনে বসে পড়ি!
> দুই ঢপবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম ঢপবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয় ঢপবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো!
> ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন দিয়ে বললেন-
ডাক্তারঃ আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন।
রোগীঃ ঢাকা তো অনেক দূর। কুমিল্লায় রাখলে চলবে না?
> প্রথম বন্ধুঃ জানিস, আমাদের বাড়িতে সবাই বাথরুমে গান গায়!
দ্বিতীয় বন্ধুঃ স-বা-ই ?
প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধুঃ দূর, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই।
> হঠাৎ কিছুদিন থেকে স্বামী তার অতীতের কাজ নিয়ে অনুতপ্ত। তাই স্ত্রীকে সব জানিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। একদিন স্ত্রীকে ডেকে বললেন—
স্বামী: আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?
স্ত্রী: আমিও। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল?
স্বামী: না! তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
স্ত্রী: তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!
> ছেলেকে নিয়ে চিড়িয়াখানা দেখতে গেলেন বাবা। ঘুরতে ঘুরতে একটি প্রাণির সামনে দাঁড়িয়ে ছেলে বললো—
ছেলে: বাবা, দেখ দেখ-ওই যে চোরের মা।
বাবা: দূর বোকা! চোরের মা কোথায়?
ছেলে: ওই যে লম্বা গলার যেটা।
বাবা: ওটা তো একটা জিরাফ।
ছেলে: কেন? কালই তো তুমি পড়ালে-‘চোরের মায়ের বড় গলা’!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)