scorecardresearch
 

Funny Jokes: খালি পেটে কটা কলা খেতে পারবেন? মিংকুর 'দুষ্টু' জবাব শুনলে হাসবেন আপনিও

Funny Jokes in Bengali: হাসলে শরীরের রক্ত ​​সঞ্চালন ঠিক থাকে। এর সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় যা অনেক রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। হাসি-খুশি থাকা মানসিক চাপ দূর করার পাশাপাশি মনকে সতেজ রাখে। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Jokes: আপনিও কি হাসতে পছন্দ করেন? তাহলে এটি  খুব ভাল জিনিস, কারণ যে লোকেরা প্রায়শই খুশি থাকে এবং হাসতে  থাকে, তারাই তাদের জীবনে সবচেয়ে সুখী হয়। সুখী ও ভাল থাকার এটাই একমাত্র মন্ত্র।

> কর্মচারী (তার বসের কাছে) - স্যার, আমি নাইট শিফট করতে পারব না।
 বস- কেন? 
কর্মচারী- এই চাকরি  করে সংসরা চলে না, তাই  রাতে রিকশা চালাই।
 বস (আবেগপ্রবণ হয়ে) - কখনো খিদে  পেলে আমার কাছে এসো, আমিও রাতে পাওভাজি বিক্রি করি।

> শিক্ষিকা- এত দিন কোথায় ছিলে, স্কুলে এলে না কেন? 
গোলু- বার্ড ফ্লু হয়েছিল ম্যাম। 
শিক্ষিক-  কিন্তু এটা পাখিদের ক্ষেত্রে হয়, মানুষের নয়। 
গোলু- কখনও আমাকে মানুষ ভেবেছেন... রেজ তো মুরগি বানিয়ে দেন। 

> চিন্টু তার প্রতিবেশী বন্ধু মিন্টুকে বলল, আজ সকালে তোমার কুকুর আমার বই ছিড়ে ফেলেছে
মিন্টু- আমি এখনই তাকে শাস্তি দেব 
চিন্টু- ছাড় ভাই, আমি শাস্তি দিয়েছি
মিন্টু  হতবাক হয়ে-  কেমন করে? 
চিন্টু- আমি ওর বাটি থেকে দুধ খেয়েছি!

> বাবা- তোমার রেজাল্ট এসেছে, পাশ না ফেল?
 চিন্টু- প্রিন্সিপালের ছেলে ফেল করেছে
 বাবা- তুমি? 
চিন্টু- মেজর সাহেবের ছেলেও ফেল 
বাবা- আর তুমি? 
চিন্টু- ডাক্তারবাবুর  ছেলেও ফেল করেছে।
বাবা রেগে- বোকা, তোমাকে জিজ্ঞেস করছি তোমার রেজাল্টের কী হয়েছে?
 চিন্টু- তাহলে তুমি  কোন প্রধানমন্ত্রী যে তোমার ছেলে পাস করবে, 
তারপর আর কি, চলল জুতো পেটা!

> সোনু- মা, এই মেয়েরা এত ব্রত করে কেন? 
মা- আরো খোকা, কেউ তোকে এত সহজে পেয়ে যাবে নাকি, 
সোনু (মনে মনে ভাবছে) বলছে- আজকে প্রথমবার দেবতা মনে হচ্ছে।

Advertisement

> মিংকু খালি পেটে কয়টা কলা খেতে পার? 
চিংকু (এক মুহূর্ত ভেবে বলল)- আমি ৬টা কলা খেতে পারি। 
মিংকু হেসে উত্তর দিল- ভুল উত্তর বন্ধু, 
প্রথম কলা খেয়ে খাওয়ার পর তোমার পেট কোথায় খালি থাকবে? 
তাই খালি পেটে একটি মাত্র কলা খেতে পাপবে। 
চিংকু বাড়িতে পৌঁছেই স্ত্রীকে জিজ্ঞেস করল, 
খালি পেটে কয়টা কলা খেতে পার? 
স্ত্রী- আমি ৪টা কলা খেতে পারি। 
চিংকু (হতাশাগ্রস্ত কন্ঠে বলল) – যদি ৬ বলতে, তাহলে একটা মজার  জোকস বলতাম।


( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

 
 

 

 

Advertisement