শক্তি হারিয়েছে অশনি। অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে তা যাওয়ার সময়ই শক্তি হারিয়েছে। যার প্রভাব পড়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায়।
তবে বঙ্গে অশনির জেরে ঝড় হয়নি। বরং বৃষ্টি হয়েছে সকাল থেকে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলা ও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে অশনি। তারপর উত্তর-পশ্চিম দিকে যাবে।
বৃহস্পতিবার সকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সম্ভাবনা রয়েছে। আর তার জেরে ফের বৃষ্টি হতে পারে বঙ্গে। শুধু বাংলা নয়, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও দফায় দফায় ভারী ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হবে। হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।
আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে সমুদ্র উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।
এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুরেও আজ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।