scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Forecast: ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, পূর্বাভাস হাওয়া অফিসের

ঘূর্ণিঝড়
  • 1/9

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলাতে তেমন পড়বে না। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল হাওয়া অফিস। তবে আগামী ২ দিন বৃষ্টিপাত চলতে থাকবে।

আগামী
  • 2/9

তবে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী ১৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫টি জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। 

পূর্বাভাস
  • 3/9

দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। 

Advertisement
হাওয়া অফিস
  • 4/9

সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আগামী ১৩ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের
  • 5/9

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিগত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে। 
 

সাধারণ
  • 6/9

ফলে ভ্যাপসা গরমের আবহাওয়া অনেকটাই কেটেছে দক্ষিণবঙ্গে। স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। 

তাপমাত্রা
  • 7/9

বৃষ্টিপাতের জেরে নেমেছে তাপমাত্রাও। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 
 

Advertisement
মৎস্যজীবীদেরও
  • 8/9

আগামী কয়েকদিন এমন ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
 

সরকারের
  • 9/9

 এর পাশাপাশি ঝড়ের মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে আলাদা করে রাজ্য সরকারের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

Advertisement