মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় ফের মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি হবে ৫ জেলায়।
সেজন্য সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ৫ দিন ভারী বৃষ্টি হবে।
তবে এই বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। তালিকায় রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং।
সৌরিশবাবু জানান, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে।
কিন্তু দক্ষিণবঙ্গে তার প্রভাব খুব বেশি পড়বে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি হলেও তা হালকা ও মাঝারি হবে।
ভারী বৃষ্টি না হওয়ার কারণ, দক্ষিণবঙ্গের আবহাওয়া বৃষ্টির পক্ষে তেমন অনুকূল নয়। আগামী তিন থেকে চারদিন ভারী বৃষ্টি হবে না।
অন্যদিকে উত্তরবঙ্গে অন্যবারের তুলনায় এবার বৃষ্টি বেশি হয়েছে। তারই মধ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর।