Advertisement
কলকাতা

অর্পিতার ফ্ল্যাটে মোট উদ্ধার ৪১ কোটিরও বেশি টাকা, দেখুন সেই ছবি

বাজেয়াপ্ত টাকা
  • 1/8

টাকা টাকা আর টাকা। টালিগঞ্জের পর এবার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়েকর ফ্ল্যাট থেকে উদ্ধার হল টাকা। যা দেখে তাজ্জব সবাই। 

বাজেয়াপ্ত টাকা
  • 2/8

ED সূত্রে খবর, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা। সঙ্গে ৩ কেজি সোনা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এই নিয়ে এখনও পর্যন্ত অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৪১ কোটি টাকারও বেশি।

বাজেয়াপ্ত টাকা
  • 3/8

ED সূত্রে খবর, এদিন আজই অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়া ফ্ল্যাটে হানা দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। বিকেলের পর থেকেই বিশেষভাবে তৎপরতা বাড়তে দেখা যায়।
 

আরও পড়ুনগালের রংই বলে দেবে কার-কেমন চরিত্র, জেনে নিন

Advertisement
বাজেয়াপ্ত টাকা
  • 4/8

ফ্ল্যাটে পৌঁছায় টাকা গোনার মেশিন। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায় যে এই ফ্ল্যাট থেকেই বাজেয়াপ্ত হতে পারে টাকা। আর তারপরেই পাওয়া গেল নগদ ২০ কোটিও বেশি টাকা।

বাজেয়াপ্ত টাকা
  • 5/8

ED সূত্রে খবর, টালিগঞ্জের মতোই বেলঘরিয়াতেও অর্পিতার বেডরুম থেকে টাকা উদ্ধার হয়। সেখানে থরে থরে টাকা সাজানো ছিল।

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার
  • 6/8

এদিন বেশ কয়েকটি টাকা গোনার যন্ত্র আনে ED। এই যন্ত্র দিয়ে প্রতি পাঁচ সেকেন্ডে ১০০টি নোট পর্যন্ত গোনা সম্ভব। সাধারণত  বড় অঙ্কের টাকা গুনতে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।

ফের উদ্ধার টাকা
  • 7/8

জানা গেছে অর্পিতার ফ্ল্যাটে ২ হাজার ও ৫০০ টাকার নোট মিলেছে। তবে এখনও টাকা গোনা চলছে। কাল সকাল পর্যন্ত তা গোনা হতে পারে বলে খবর।

Advertisement
অর্পিতা মুখোপাধ্যায়
  • 8/8

জানা গিয়েছে, এই আবসনে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে মাত্র একটিতে এখনও পর্যন্ত তল্লাশি চলছে। আরও একটা ফ্ল্যাটে টাকা রয়েছে কি না সেই বিষয়ে এখনও কিছু জানাননি তদন্তকারীরা।

Advertisement