পুজোর আগে বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। তবে তার আগেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। কারণ, নিম্নচাপ।
আজ আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে।
এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হতে পারে। যার প্রভাব পড়বেই উপকূলের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মৌসুমী অক্ষরেখাটি রাঁচি থেকে ওড়িশার উপর দিয়ে এসে নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে যাচ্ছে। অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখাটিও আমাদের রাজ্যের দক্ষিণে থাকছে।
ফলে এই নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যের উপর পড়বে। তবে খুব একটা বেশি নয়। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
তবে এই নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবার ২৪ ঘন্টা পর পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে সামান্য বৃষ্টি বাড়তে পারে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহানগরে ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে নেই।