Weather Update: মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে শুরু প্রবল বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি স্থলভাগের কাছাকাছি আসতেই বৃষ্টি বাড়বে।
তবে হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব বাংলাতে খুব বেশি পড়বে না। মূলত ওড়িশাতে বৃষ্টিপাত বেশি হবে।
পুজোর মুখে এই ঘূর্ণাবর্তের জেরে স্বাভাবিক ভাবেই চিন্তা বেড়েছে সকলের মুখে। কারণ এখন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। বৃষ্টিতে লোকসানের মুখ দেখতে পারেন ব্যবসায়ীরা।
অন্যদিকে বৃষ্টি বেশি হলে মণ্ডপ তৈরির কাজেও সমস্যা হতে পারে আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তারা। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার দুপুরেও উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় নামে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনই আবহাওয়ার বড় রকমের কোনও পরিবর্তনের আভাস নেই। বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও হতে পারে।