গত ২৫ ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় দেশে ১৫ থেক ১৮ বছর বয়সিদের টিকাকরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বুধবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।
এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, ৩ তারিখ কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুলে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে। তারপরে দিন আরও ১৬টি স্কুলে এবং তারপরের দিন আরও ১৬টি স্কুলে। এভাবে এগোবে। তবে এর জন্য স্কুলকে বেঞ্চ-কম্পিউটার সহ কিছু পরিকাঠামো রাখতে হবে। বেসরকারি স্কুলকে একজন চিকিৎসক রাখতে হবে। তাছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের স্কুলের আই কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে।