scorecardresearch
 
Advertisement
কলকাতা

Child Vaccination : ৩ তারিখ শুরু ১৫-১৮ বছর বয়সিদের টিকা, কলকাতার কোথায় মিলবে ভ্যাকসিন?

নরেন্দ্র মোদী
  • 1/6

গত ২৫ ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় দেশে ১৫ থেক ১৮ বছর বয়সিদের টিকাকরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

প্রতীকী ছবি
  • 2/6

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৩ জানুয়ারি থেকে দেশে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে।

প্রতীকী ছবি
  • 3/6

সারাদেশের পাশাপাশি কলকাতাতেও ওই দিন থেকেই শুরু হচ্ছে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ। 

Advertisement
পুরসভার বৈঠক
  • 4/6

 বুধবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের উপস্থিতিতে এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। 

প্রতীকী ছবি
  • 5/6

এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, ৩ তারিখ কলকাতার ১৬টি বরোর ১৬টি স্কুলে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে। তারপরে দিন আরও ১৬টি স্কুলে এবং তারপরের দিন আরও ১৬টি স্কুলে। এভাবে এগোবে। তবে এর জন্য স্কুলকে বেঞ্চ-কম্পিউটার সহ কিছু পরিকাঠামো রাখতে হবে। বেসরকারি স্কুলকে একজন চিকিৎসক রাখতে হবে। তাছাড়া যাদের টিকা দেওয়া হবে তাদের স্কুলের আই কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে। 

 

প্রতীকী ছবি
  • 6/6

অন্যদিকে বুস্টার ডোজ সম্পর্কে মেয়র বলেন, ১০ তারিখ থেকে দেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনও অফিসিয়াল নির্দেশ আসেনি। 

 

Advertisement