scorecardresearch
 
Advertisement
কলকাতা

Covid Update Of Bengal : ভয় ধরাচ্ছে করোনা, বাংলায় ৩ দিনে আক্রান্ত ৫ হাজারেরও বেশি

প্রতীকী ছবি
  • 1/6

রাজ্যে বেড়েই চলেছে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। রবিবার (Sunday) রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৮২২ জন। 

প্রতীকী ছবি
  • 2/6

গতকালের বুলেটিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১,৪৯৯ এবং গত পড়শু এই সংখ্যাটি ছিল ১,৭৩৯ জন। ফলে শুধু মাত্র এই তিন দিনেই রাজ্যে আক্রান্ত হলেন ৫,০৬০ জন। 

প্রতীকী ছবি
  • 3/6

পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৩৪,৪৮৫। 

আরও পড়ুনবাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এই খাবারগুলিতে মিলতে পারে উপশম

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

আজকের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় মারণ এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৮৩। ফলে রাজ্যে সুস্থের সংখ্যা বেড়ে হল ২০,০২,৬৭৭।

আরও পড়ুন৮ মাসে ৩ বার ঘোড়াকে ধর্ষণ, CCTV ফুটেজে যুবকের কুকীর্তি ফাঁস

প্রতীকী ছবি
  • 5/6

বর্তমানে রাজ্য সুস্থতার হার ৯৮.৪৪ শতাংশ। 

 

প্রতীকী ছবি
  • 6/6

অন্যদিকে রাজ্যে কোভিড ১৯-এ (Covid 19) মৃত্যু হয়েছে আরও ৩ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২১,২২৫। 

আরও পড়ুনকিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা

Advertisement