রাজ্যে বেড়েই চলেছে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। রবিবার (Sunday) রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১,৮২২ জন।
গতকালের বুলেটিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১,৪৯৯ এবং গত পড়শু এই সংখ্যাটি ছিল ১,৭৩৯ জন। ফলে শুধু মাত্র এই তিন দিনেই রাজ্যে আক্রান্ত হলেন ৫,০৬০ জন।
পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,৩৪,৪৮৫।
আরও পড়ুন - বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? এই খাবারগুলিতে মিলতে পারে উপশম
আজকের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় মারণ এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৫২৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৮৩। ফলে রাজ্যে সুস্থের সংখ্যা বেড়ে হল ২০,০২,৬৭৭।
আরও পড়ুন - ৮ মাসে ৩ বার ঘোড়াকে ধর্ষণ, CCTV ফুটেজে যুবকের কুকীর্তি ফাঁস
বর্তমানে রাজ্য সুস্থতার হার ৯৮.৪৪ শতাংশ।
WB COVID-19 Daily Health Bulletin: 03 July 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) July 3, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৩ জুলাই ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/dkb5IRNPnC
অন্যদিকে রাজ্যে কোভিড ১৯-এ (Covid 19) মৃত্যু হয়েছে আরও ৩ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২১,২২৫।
আরও পড়ুন - কিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা