
নতুন জীবন শুরু করলেন সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ। প্রেমিকা পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। পূর্ণতা পেল কলেজের প্রেম।

দু'জনের বিয়ের সন্ধ্যার একাধিক ছবি সামনে এল। বাইপাসের ধারে বিষ্ণু বিজলি গার্ডেনে বসেছিল বিয়ের আসর।

ধর্মীয় অনুষ্ঠান করে নয়। বরং সই-সাবুদ করেই বিয়ে করলেন শতরূপ ও পহেলি।

বিয়ের কার্ডেও চমক ছিল। প্রজাপতি-ব্রহ্মা নয়, কাস্তে হাতুড়ি, কলকাতার ট্রাম এবং একাধিক ছবিতে বিয়ের কার্ড সাজানো হয় শতরূপ ও পহেলির।

শতরূপের মতোই দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন পহেলিও। একসঙ্গে বহু মিছিলে পা মিলিয়েছেন, এবারের জীবনের গাড়ি একসঙ্গে ছোটানোর পালা।

রাজনীতির পাশাপাশি এক প্রযোজনা সংস্থায় জনসংযোগকারী প্রধান হিসেবে কাজ করতেন পহেলি। সেই সূত্রে শতরূপের বিয়েতে নিমন্ত্রিত হয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির বহু চেনা পরিচিত মানুষরা।

শনিবারই অভিনেত্রী ঊষসী চক্রবর্তী হবু বরের একটি ছবি শেয়ার করেছিলেন। শতরূপ আর ঊষসী দীর্ঘদিনের বন্ধু।

এদিনও বন্ধুর বিয়ের খুশির মুহূর্তের সঙ্গী ছিলেন ঊষসী।

নবজীবন শুরুর জন্য শতরূপ এবং পহেলিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তি।