দাপটে ইনিংস খেলে চলেছে শীত (Winter)। মাঝে কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকার পর ফের তা নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আগেই জানিয়ে দিয়েছিল, বর্তমানে রাজ্যে যে তাপমাত্রা চলছে, তা স্বাভাবিক।
হাওয়া অফিসের পূর্বাভাস ছিল কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত আর তাপমাত্রার বিশেষ পতনের সম্ভবনা নেই। তবে রাজ্যের বাকি কোথাও কোথাও তাপমাত্রা আরও ১ ডিগ্রি নামতে পারে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হতে পারে একটি নিম্নচাপ।
আরও পড়ুন - কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এভাবে চটজলদি বানান ড্রাইভিং লাইসেন্স
সেই নিম্নচাপটি তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে। ফলে আজ দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায়। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বাংলাতে এর বিশেষ কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।