ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আগামী সপ্তাহে মঙ্গলবারই এটি আছড়ে পড়বে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। এর জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
গতকালকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল। সেটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া আন্দামানে বিরাজ করছে। শক্তি আগের থেকে কিছুটা বাড়িয়েছে।
আগামী ৬ ঘন্টায় আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে ধীরে ধীরে আরো শক্তি বাড়বে এবং ৮ তারিখে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে।
১০ তারিখ সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে যাবে। পরে দিক পরিবর্তন করে এটি অন্ধ্র-ওড়িশার উপকূলের কাছাকাছি থাকবে।
১০ তারিখ সন্ধ্যেবেলা আবার এই ঘূর্ণিঝড় নিজের অভিমুখ পরিবর্তন করবে এবং ফের উড়িষ্যা উপকূলের দিকে যাবে।
পরবর্তীকালে এর গতিপথ আবারও পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ১০ তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
১১ থেকে ১৩ তারিখ পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এছাড়া কালবৈশাখী সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গে। ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড় বৃষ্টি। আবহাওয়াবিদদের অনুমান, ১০ মে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি কোনও জায়গায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়।