চোখ রাঙাচ্ছে 'অশনি'। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ কাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।
ঘূর্ণিঝড় 'অশনি'-র (Asani) চোখ রাঙানি থেকে বাদ নেই বাংলাও। যার জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সতর্ক নবান্ন।
নবান্ন সূত্রে খবর, সোমবার থেকেই ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপরও। এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে বিপর্যয় মোকাবিলা দফতর। আর তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য ১৭টি বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। তাদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশও।
এছাড়াও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। পূর্ব মেদীনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকরা।
বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষের জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা সদর শহরে একটি কন্ট্রোল রুম চালু থাকবে।
এছাড়াও একাধিক ব্লকেও কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। যেগুলোতে নজরদারি চালাবেন এসডিও, বিডিওরা