scorecardresearch
 
Advertisement
কলকাতা

Cyclone Landfall : আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, বাংলায় দুর্যোগ; রাতভর বৃষ্টির সতর্কতা

ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে দিল  ঘূর্ণিঝড় মিগজাউম
  • 1/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে দিল  ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলে ঝড়ের ল্যান্ডফল।

 ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে
  • 2/10

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মিগজাউমের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে। আপাতত ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ ১১০ কিমিতে পৌঁছে যাচ্ছে। ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে। 

 জারি হয়েছে সতর্কতা
  • 3/10

প্রায় তিন ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। যার জেরে অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে সতর্কতা। সেখানে মোট ৮ জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ঝোড়ো হাওয়া বইছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement
ওড়িশা ও পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি
  • 4/10

এদিকে ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশা ও পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে,মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকবে। 

হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে
  • 5/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। যার জেরে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গে। 

 বৃষ্টির পরিমাণ বাড়তে পারে
  • 6/10

আবার বুধবার ও বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। 

জেলায় জেলায় বৃষ্টি হতে পারে
  • 7/10

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। 

Advertisement
রাতভর বৃষ্টির আভাস
  • 8/10

এছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টি হবে বুধবার। 

বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গজুড়ে
  • 9/10

বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গজুড়ে।   উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৭ ডিসেম্বর।  

রাতভর টানা বৃষ্টি
  • 10/10

আর এই বৃষ্টি হতে পারে যে কোনও সময়। কোনও কোনও জায়গাতে রাতভর টানা বৃষ্টি হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। 

Advertisement