ঘূর্ণিঝড় মিগজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে অবস্থান করছে। তার জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে বৃষ্টি হচ্ছে। প্রভাব পড়েছে বাংলাতেও। বুধবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টি চলবে লাগাতার।
মৌসম ভবনের পূর্বাভাস, অসময়ের এই বৃষ্টি এখনই থামবে না। বৃহস্পতিবার তো বৃষ্টি হবেই। শুক্রবারও দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বরং শুক্রবার সকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তেও পারে।
কলকাতা নিয়েও খবর স্বস্তির নয়। মৌসম ভবনের পূর্বাভাস,শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দিনভর আকাশ থাকবে মেঘলা।
কলকাতায় এমনিতেই বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। রাতভর কলকাতার নানা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
শুক্রবারও কলকাতায় বৃষ্টি হতে পারে। কোথাও ভারী আবার কোথাও মাঝারি। মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের নানা জেলার মতো শহর কলকাতাতেও বৃষ্টি হতে পারে রাতভর।
প্রসঙ্গত নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। তবে শুক্রবারের পর থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে রাজ্যে।