কালীপুজোর রাতেই ধেয়ে আসছে দুর্যোগ। বর্তমানে সিতরাংয়ের অবস্থান সাগর থেকে দক্ষিণে ৩৮০ কিলোমিটার দূরে। আর বরিশাল থেকে দূরত্ব ৫২০ কিলোমিটার। তার অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব। ২৫ অক্টোবর বরিশালের কাছাকাছি বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে। তার প্রভাবে ঝড় শুরু হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সেটা আজ রাত থেকেই।
আগামী ১২ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার ভোরে সেটি আছড়ে পড়বে বাংলাদেশে। তবে সোমবার, অর্থাৎ আজ রাত থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়া। প্রতি ঘণ্টায় সর্বাধিক ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
এ দিন ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে দুই ২৪ পরগনায়। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার।
কলকাতা ও হাওড়া হুগলিকে হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। যা বেড়ে হতে পারে ৫০ কিলোমিটার।
ঝড়ে কলকাতাবাসীর আশঙ্কার কারণ নেই। ২৫ অক্টোবর সকাল পর্যন্ত চলবে ঝোড়ো হাওয়া। ভোর থেকে প্রতিঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার সর্বোচ্চ গতি ১০০ কিলোমিটার। মূলত দুই ২৪ পরগনাতেই থাকবে হাওয়ার দাপট
কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীায় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তা-ও মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে।