scorecardresearch
 
Advertisement
কলকাতা

Durga Puja 2021 : COVID-সঙ্কটে অক্সিজেনের 'আশ্বাস' তেলেঙ্গাবাগানের পুজোয়

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk কলকাতায় দুর্গাপুজো
 • 1/15

Durga Puja 2021: একটা জীবাণু বদলে দিয়েছে মানব সভ্যতার ইতিহাস। নিঃসন্দেহে এ কথা বলা যায়।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk তেলেঙ্গাবাগান
 • 2/15

শুরু হয়েছে গত প্রায় দু'বছর ধরে। যার দাপটে অতিষ্ঠ তামাম দুনিয়ার মানুষ। তার নাম করোনা (Corona)। সব জায়গায় ছাপ ফেলেছে সেটি।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk তেলেঙ্গাবাগানের থিম
 • 3/15

তার ঠেলায় যেমন স্কুল-কলেজের লেখাপড়া লাটে উঠেছে তেমনই অফিস, ব্যবসাদার-দোকানদার তীব্র সমস্যায় পড়েছে। তবে সে রয়েছে বহাল তবিয়তে।

Advertisement
Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk তেলেঙ্গাবাগানে পুজো
 • 4/15

করোনা (Corona) সংক্রমণ ঠেকাতে অনেক বিধিনিষেধ তৈরি করা হচ্ছে। করা হয়েছে। কখনও মানুষ মানছেন। আবার কখনও তার না মানার অভিযোগও উঠেছে।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk করোনা
 • 5/15

সব মিলিয়ে আমাদের জীবন এখন করোনাময় হয়ে উঠেছে, এ কথা বললে ভুল বলা হবে না। তারই ছাপ পড়েছে কলকাতার দুর্গাপুজা (Durga Puja)-তেও।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk কোভিড
 • 6/15

সেখানেও করোনার বিধিনিষেধ বলবৎ রয়েছে। তেমনই থিমেও উঠে এসেছে করোনা এবং সেই সম্পর্কিত বিভিন্ন ব্যাপার। 

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk one
 • 7/15

তেমনই একটা ছবি ধরা পড়ল তেলেঙ্গাবাগান (Telengabagan)-এর পুজোয়। সেখানে থিম 'আশ্বাস'।

Advertisement
Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk two
 • 8/15

 আশ্বাস বলতে করোনা (Corona)-র বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সারা দেশে তছনছ পাকিয়ে দিয়েছিল।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk three
 • 9/15

অসংখ্য মানুষ মারা গিয়েছিলেন। এ কথা সকলেরই জানা। আর করোনা দ্বিতীয় ঢেউয়ের ফলে মানুষের বেঁচে থাকার রসদ হিসেবে অক্সিজেন (Oxygen) খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তবে চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk four
 • 10/15

সরকার যদিও উদ্যোগ নিয়েছিল অক্সিজেন (Oxygen)-এর উৎপাদন বাড়ানোর। কিন্তু ততক্ষণে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk five
 • 11/15

আর তাই অক্সিজেন, অক্সিজেন (Oxygen) প্ল্যান্ট তাদের পুজোর ভাবনা। অক্সিজেন যেমন জরুরি হয়ে উঠেছিল, সে কথাই ফের তুলে ধরা হবে।

Advertisement
Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk six
 • 12/15

যেন আশ্বাস দেওয়া হবে অক্সিজেন (Oxygen)-এর কোনও অভাব নেই। অক্সিজেনের কোন অভাব হবে না মানুষের শরীর খারাপ হলে। সে সময় তাঁরা প্রয়োজনীয় অক্সিজেন পাবেন।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk seven
 • 13/15

গোটা এলাকা অক্সিজেন (Oxygen) প্ল্যান্ট! তৈরি হচ্ছে অক্সিজেন। কী করে তৈরি হয়, তা দেখানো হচ্ছে। মণ্ডপ ঘুরে দেখে মানুষ আশ্বাস পাবেন যেন।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk eight
 • 14/15

এবার তাদের (Telengabagan) পুজো ৫৬ বছরে পড়ল। মণ্ডপ তৈরির পরিকল্পনা অভিজিৎ ঘটকের। প্রতিমা তৈরি করেছেন শিল্পী প্রদীপরুদ্র পাল।

Durga Puja 2021 Telengabagan theme is Corona pandemic and demand of oxygen abk nine
 • 15/15

দেবী দুর্গার আবাহনে মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা।

Advertisement