পুজোয় (Durga Puja 2021) কি বৃষ্টি হবে? হলেও কবে থেকে? এই প্রশ্নের জবাব মোটমুটি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস বলছে, ১-২ দিনের মধ্যে পশ্চিমবঙ্গে থেকে বিদায় নেবে বর্ষা। তবে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে।
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আজ শহর কলকাতার (Kolkata) আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি এবং শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানচ্ছে এরপর দক্ষিণবঙ্গে (South Bengal) ১২ তারিখ পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। তবে ১৩ থেক ১৫ তারিখ বাড়বে বৃষ্টি।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তারপর বৃষ্টির পরিমান কমবে।