scorecardresearch
 
Advertisement
কলকাতা

Durga Puja Weather Forecast latest Update : ৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 1/9

কলকাতা-সহ মোট ৫ জেলাতে আজই ঝেঁপে বৃষ্টি হবে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আজ দুপুরেই একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 2/9


হাওয়া অফিস জানিয়েছে, আজ বাঁকুড়া জেলায় বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 3/9

বৃষ্টির পাশাপাশি বাজ পড়তে পারে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  

Advertisement
৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 4/9

আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, উপরে উল্লেখিত দুই জেলার পাশাপাশি, কলকাতা ও হুগলিতেও বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য যাঁরা বাইরে বেরোবেন তাঁদের সতর্ক করা হয়েছে। 

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 5/9

এছাড়াও হাওড়াতে হবে বৃষ্টি। তাও বিকেলের মধ্যে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 6/9

প্রসঙ্গত গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, ষষ্ঠীর দিনই ঘুর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। 

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 7/9

যার জেরে পুজোর চারদিন টানা বৃষ্টি হতে পারে উপকূলের জেলা ও দক্ষিণবঙ্গে। 

Advertisement
৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 8/9

হাওয়া অফিস জানিয়েছে, ঘূ্র্ণাবর্ত (Cyclone) তৈরির সম্ভাবনা রয়েছে পূর্ব-মধ্য বঙ্গপসাগরে ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। তার জেরে ২ তারিখ অর্থাৎ মহাসপ্তমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতেও হতে পারে ভারী বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে।

৫ জেলাতে বিকেলেই ঝেঁপে বৃষ্টি, সপ্তমী থেকে দশমী বর্ষণ? নয়া UPDATE
  • 9/9

হাওয়া অফিস আরও জানিয়েছে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গে ২৬ থেকে ১ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ২ থেকে ৫ তারিখ অর্থাৎ সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী চারদিনই বৃষ্টি হবে।

Advertisement