scorecardresearch
 
Advertisement
কলকাতা

Durga Visarjan 2021 : দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ KMC-র, হোস পাইপের মাধ্যমে নিরঞ্জনের ব্যবস্থা

দুর্গা প্রতিমা ভাসান
  • 1/6

এবার দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার কার্যত বিকল্প উপায় বের করল কলকাতা পুরসভা (KMC)। দুর্গা প্রতিমা সরাসরি গঙ্গাবক্ষে বিসর্জন (Durga Idol Immersion) না দিয়ে সমস্ত রীতিনীতি মেনে গঙ্গার পাশে একটি স্থানে হোস পাইপের মাধ্যমে মাকে পুরোপুরিভাবে নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এমনটাই জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

দুর্গা প্রতিমা ভাসান
  • 2/6

ফিরহাদ জানান, এক্ষেত্রে গঙ্গার পাশে একটি হোস পাইপের ব্যবস্থা করা হয়েছে, যেটা দিয়ে স্নানের মাধ্যমে দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হবে। এই নিরঞ্জনেও ব্যবহৃত হবে গঙ্গাজল।

দুর্গা প্রতিমা ভাসান
  • 3/6

এরপর সেই জল একটি ট্যাঙ্কে জমা হবে। যা পরবর্তীকালে পাম্পের মাধ্যমে হাইড্রেনে বের করে দেওয়া হবে। 

Advertisement
দুর্গা প্রতিমা
  • 4/6

এই উদ্যোগের কারণ হিসেবে ফিরহাদ হাকিম জানাচ্ছেন, দুর্গা প্রতিমায় যে সমস্ত রং ব্যবহার করা হয় তাতে সিসা থাকে। সেই সিসা গঙ্গার জলে মিশলে মানুষের ক্ষতি হতে পারে। তাই এই প্রয়াস।

দুর্গা প্রতিমা ভাসান
  • 5/6

তবে এর সঙ্গে যেহেতু ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে, তাই যাঁরা গঙ্গাবক্ষে বিসর্জন (Durga Visarjan 2021) দিতে চাইবেন তাঁরা তা করতে পারেন। 

দুর্গা প্রতিমা ভাসান
  • 6/6

যদি মানুষ এই বিকল্প নিরঞ্জনের পদ্ধতি গ্রহণ করেন, তাহলে আগামিদিনে এটা নিয়ে বড় করে চিন্তাভাবনা করা হবে বলে জানান ফিরহাদ হাকিম। 

Advertisement