scorecardresearch
 
Advertisement
কলকাতা

বাড়ছে Covid সংক্রমণ! রাজ্যের এই এলাকায় ৩ দিনের লকডাউন ঘোষণা

সোনারপুরে
  • 1/7

পুজোর পর থেকেই রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। তার জেরে এবার বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল সোনারপুরে। (ফাইল ছবি)

সোনারপুর
  • 2/7

গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে গোটা সোনারপুর এলাকা জুড়ে। আর সেই কারণে আগামী ২৮ থেকে ৩০শে অক্টোবর রাজপুর সোনারপুর পুর এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশাসন। 

একটি
  • 3/7

মঙ্গলবার এ বিষয়ে হরিনাভিতে পুরসভার প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। 

Advertisement
জেলার
  • 4/7

সেই বৈঠকে উপস্থিত ছিলেন, বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার, জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র, সোনারপুর ও নরেন্দ্রপুর থানার আইসি ও পুর প্রশাসক মণ্ডলীর সদস্য ও বাজার কমিটির সদস্যরা। 
 

জানানো
  • 5/7

অত্যাবশকীয় পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

জানিয়েছেন
  • 6/7

 পাশাপাশি, মাস্ক ব্যাবহার ও কোভিড বিধি পালনেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

জন্য
  • 7/7

সংক্রমণ বৃদ্ধির জন্য হাওড়াতেও মাইক্রো কনটেইনমেন্ট জোন চালু করা হয়েছে। সেখানে সতর্কতা নেওয়া হয়েছে

Advertisement