scorecardresearch
 
Advertisement
কলকাতা

নিম্নচাপে আগাম সতর্ক লালবাজার! জানুন কী কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ

সক্রিয় হচ্ছে
  • 1/10

সক্রিয় হচ্ছে নিম্নচাপ। সম্ভবত রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা। তাই আগাম সতর্কতা নিতে শুরু করেছে লালবাজার। (সব ছবি ফাইল-সৌজন্যে কলকাতা পুলিশের ফেসবুক পেজ)

সাইক্লোন
  • 2/10

সাইক্লোন মোকাবিলায় তৈরি কলকাতা পুলিশ। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সতর্ক থাকবে লালবাজার। 

Command
  • 3/10

'Unified Command Center' নামে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে লালবাজারে। শুধু তাই নয়, পুরসভা, সিইএসসি, পিডব্লুডি, দমকল তৈরি থাকবে। 
 

Advertisement
এডিশনাল
  • 4/10

পুলিশি বন্দোবস্তের দায়িত্বে থাকবেন এডিশনাল সিপি (৪) তন্ময় রায় চৌধুরী। তিনি নোডাল অফিসার।
 

তিনজন
  • 5/10

মোট ২২টি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখা হচ্ছে। প্রতিটি দলে তিনজন করে থাকবে।

ভবানীপুর
  • 6/10

 তবে ভবানীপুর ও কালীঘাট থানায় থাকবে দুজন করে। মোট চারটি বিপর্যয় মোকাবিলা টিম। প্রতিটি থানাকে পুরসভা ও সেচ দফতর এর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

আলিপুর
  • 7/10

আলিপুর, একবালপুর, পার্কস্ট্রিট, ওয়াটগঞ্জ, নিউ মার্কেট থানায় থাকবে একটি করে বিপর্যয় মোকাবিলা টিম। বাকি আটটি ডিভিশনে একটা করেই টিম থাকছে। 

Advertisement
স্ট্যান্ডবাই
  • 8/10

শুধু তাই নয়, স্ট্যান্ডবাই হিসেবে পিটিএস, বডিগার্ড লাইন্স এও প্রস্তুত রাখা হচ্ছে ৫টি টিমকে। 

থানার
  • 9/10

প্রতিটি থানাকে বলে রাখা হয়েছে তাদের থানার অন্তর্ভুক্ত কতগুলি বিপজ্জনক বাড়ি রয়েছে তার তালিকা তৈরি রাখতে। সেখানের বাসিন্দাদের নিরাপদ শেল্টারে চলে যাওয়ার কথা বলা হয়েছে। 

মোকাবিলা
  • 10/10

বিপর্যয় মোকাবিলা টিমকে দড়ি, হাতুড়ি, রেনকোট, গামবুট সহ প্রয়োজনীয় জিনিষ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। 

Advertisement