scorecardresearch
 
Advertisement
কলকাতা

PHOTOS: কোথাও হাঁটুজল-কোথাও এক কোমর! বিপর্যস্ত কলকাতা

 Kolkata flooded
  • 1/7

বৃষ্টিতে ফের জলে ডুবল কলকাতা। মঙ্গলবার দুপুর থেকে তুমুল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন গোটা শহর। এদিন বেলা ১২টা থেকেই আকাশ কালো করে ঝোড়ো বৃষ্টিতে ভাসে মহানগর।

 Kolkata flooded
  • 2/7

ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের দাপটও ছিল এদিন।  একনাগাড়ে বৃষ্টির জেরে কলকাতায় ফিরল চেনা জলছবি। মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। 

 Kolkata flooded
  • 3/7

কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। বিপর্যস্ত অবস্থা মানিকতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, পার্ক স্ট্রিটের। 

Advertisement
 Kolkata flooded
  • 4/7

হাঁটুর ওপর পর্যন্ত জল জমে যায় সুখিয়া স্ট্রিট, বিধান সরণী, বেহালা, লেক গার্ডেন্সেও। ফলে যান চলাচলেও ধীর গতি থাকে। 
 

 Kolkata flooded
  • 5/7

এই পরিস্থিতিতে আচমকা বৃষ্টির জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পার্ক স্ট্রিট, আমহার্স্ট্র স্ট্রিট এলাকায় জল থইথই। দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ।

 Kolkata flooded
  • 6/7

একটানা বৃষ্টির জেরে রাজভবনের সামনে জমে থাকা জলের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বৃষ্টিরও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি অফিস থেকে ফিরছিলেন। 
 

 Kolkata flooded
  • 7/7

তবে শুধু কলকাতায় নয়,বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও।

Advertisement