scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Report : আজও কি বৃষ্টিতে ভাসবে কলকাতা? হাওয়া অফিস যা বলছে...

প্রতীকী ছবি
  • 1/6

কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি জারি। আজ বুধবারও (Wednesday) বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

প্রতীকী ছবি
  • 2/6

হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও কলকাতা (kolkata) সহ পার্শ্ববর্তী এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

প্রতীকী ছবি
  • 3/6

আর শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে জেলার কিছু অংশেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। 

মঙ্গলবারের জলমগ্ন কলকাতা
  • 5/6

প্রসঙ্গত বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় রোজই কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। গতকালও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দুপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়। যা চলে প্রায় রাত পর্যন্ত।

মঙ্গলবারের জলমগ্ন কলকাতা
  • 6/6

বৃষ্টির জেরে শহরের কোথাও কোথায়ও জলও জমে যায়। অন্যদিকে বৃষ্টির জেরে এদিন রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। তবে পরপর কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন মানুষ। 

Advertisement