কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি জারি। আজ বুধবারও (Wednesday) বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও কলকাতা (kolkata) সহ পার্শ্ববর্তী এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
আর শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে জেলার কিছু অংশেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।
প্রসঙ্গত বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় রোজই কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। গতকালও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দুপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়। যা চলে প্রায় রাত পর্যন্ত।