scorecardresearch
 
Advertisement
কলকাতা

Hilsa: পদ্মা-মেঘনার ইলিশ এবার অর্ডার করুন অনলাইনে, কী ভাবে-দাম কেমন?

বাড়িতে বসেই
  • 1/10

বাড়িতে বসেই পাবেন পদ্মা-মেঘনার সুস্বাদু ইলিশ । ভাবা যায়! হ্যাঁ, যে ইলিশ আপামোর বাঙালির খুব প্রিয়, সেই মাছ শুধু বাড়িতে বসেই দিব্যি অর্ডার করে দিতে পারেন। এই জন্য কিছু স্টেপ রয়েছে। (সব ছবি- সৌজন্যে চাঁদপুর ইলিশ)

ইলিশ বাঙালির
  • 2/10

ইলিশ বাঙালির প্রিয় হলেও, পদ্মা-মেঘনার ইলিশ পাতে আনতে কালঘাম ছুটে যায়। সাধারণত খুব কম ইলিশ এখন বাজারে আসছে। ফলে বাজারে পরিমাণও অল্প থাকে। অনেকে পদ্মা-মেঘনার ইলিশ কিনতে গিয়েই খালি হাতে ফিরতে হয় কিংবা অন্য মাছ কিনে ফেরেন।

তবে সেই সমস্যা
  • 3/10

তবে সেই সমস্যা এবার মিটতে চলেছে। সৌজন্যে চাঁদপুর ইলিশ। বাংলাদেশের সরকারের উদ্যোগে এই পরিষেবা শুরু হয়েছে। অনলাইনে আপনি বাড়ি বসেই পদ্মা-মেঘনার ইলিশ অর্ডার দিতে পারবেন। 
 

Advertisement
লিঙ্কে
  • 4/10

http://chandpurilish.com/ এই লিঙ্কে ক্লিক করে যে কেউ অর্ডার দিতে পারবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলে সাধারণত  তিনটে অপশন পাবেন। খুচরো ক্রেতা, পাইকারি ক্রেতা এবং বিদেশী ক্রেতা।

তবে শুধু
  • 5/10

তবে শুধু ওয়েবসাইট মারফত নয়, ক্রেতা চাইলে ফেসবুকের মাধ্যমেও চাঁদপুর ইলিশ থেকে সুস্বাদু মাছ অর্ডার দিতে পারে। ফেসবুক লিঙ্ক https://www.facebook.com/Chandpur-ilish
 

ভারত থেকে
  • 6/10

ভারত থেকে যাঁরা অর্ডার দেবেন তাঁদের বিদেশী ক্রেতা অপশনে ক্লিক করতে হবে। এরপরেই কিছু তথ্য জমা দিতে হবে, যেমন -নাম, ঠিকানা, মেল আইডি, কোম্পানির নাম ইত্যাদি। 

সংস্থার দাবি
  • 7/10

সংস্থার দাবি, "তাঁদের ইলিশ অনেক টাটকা। পাশাপাশি দেশ বিদেশে যাঁরা মাছ ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরাও যোগাযোগ করতে পারেন, আমরা হোলসেল করে থাকি।"

Advertisement
ইলিশের দর
  • 8/10

ইলিশের দর সাধারণত ওঠানামা করে সেখানে। আজকে ইলিশের দর  ৫০০ থেকে ৮০০ গ্রাম- ৮৫০ টাকা, ৮০০ গ্রাম থেকে ১ কেজি -১০৫০ টাকা, ১.২ কেজি থেকে ১.৩কেজির দাম -১৩৫০ টাকা

১.৬ কেজি থেকে
  • 9/10

১.৬ কেজি থেকে -১.৭ কেজি ইলিশের দাম ১৮৫০ টাকা। ১.৮ কেজি  থেকে ১.৯ কেজি ইলিশের দাম ২৩০০ টাকা। তবে এগুলো অনলাইন কেনার দাম। ভারতে আসলে এই দামের সঙ্গে অতিরিক্তি কিছু ডেলিভারি চার্জ ও ট্যাক্স লাগতে পারে।

বাঙালির র
  • 10/10

বাঙালির রসনাতৃপ্তির স্বাদের অন্যতম উপাদান ইলিশ। আর সেটা যদি অনলাইনে অর্ডারেই মেলে, তাহলে তো কোনও কথাই নেই। বাড়িতে এসে মাছ পৌঁছে দিচ্ছি চাঁদপুর ইলিশ।

Advertisement