scorecardresearch
 
Advertisement
কলকাতা

সকাল থেকেই আকাশ মেঘলা! বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস

অতি বৃষ্টির
  • 1/6

অতি বৃষ্টির দুর্যোগ এখনই কাটছে না উত্তরবঙ্গ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

এই জেলাগুলিতে
  • 2/6

এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

হলুদ সতর্কতা
  • 3/6

হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। 

Advertisement
আলিপুর আবহাওয়া দ
  • 4/6

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।  সেই সময় মৌসুমী অক্ষ রেখা উত্তরবঙ্গের কাছ  দিয়ে যাবে। 

হাওয়া অফিস
  • 5/6

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি কোনও সম্ভাবনা নেই। তবে দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে। 
 

বৃষ্টির পরিমাণ
  • 6/6

বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী বাড়বে। আপাতত কয়েকদিন আকাশ মেঘলা থাকববে দক্ষিণবঙ্গে।

Advertisement