scorecardresearch
 
Advertisement
কলকাতা

Alipore Zoo : কেমন ভিড় আলিপুর চিড়িয়াখানায়-কেমন আছে জন্তু-জানোয়াররা? দেখুন PHOTOS

বুধবার
  • 1/11

বছর শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি। এর মধ্যে বুধবার দেখা গেল আলিপুর চিড়িয়াখানায় ব্যাপক ভিড়।

যাদুঘর
  • 2/11

বছর শেষের এই সময়ে ভিক্টোরিয়া, ইকো পার্ক, যাদুঘর এবং আলিপুর চিড়িয়াখানায় ভিড় লেগে থাকে। এবারও সেই ছবি দেখা গেল।

মায়েদের
  • 3/11

চিড়িয়াখানায় বন্ধুদের সঙ্গে, কচিকাচাদের হাত ধরে বাবা-মায়েদের ভিড় এদিন বেশি দেখা গেল।

Advertisement
সিংহের
  • 4/11

সবথেকে বেশি আকর্ষণ ছিল বাঘ, শিম্পাজী, সিংহের খাঁচা ঘিরে।

জেলার
  • 5/11

প্রচুর মানুষ এদিন ভিড় করে চিড়িয়াখানায়। জেলার দূর থেকেও বহু মানুষ আসেন। 

জমজমাট
  • 6/11

মূলত শীতকালে জমজমাট হয়ে থাকে আলিপুর চিড়িয়াখানা চত্বর।

বাড়তে
  • 7/11

জানা গিয়েছে, ২৫শে ডিসেম্বর ভিড় ছিল ৫১ হাজার। ১ এবং ২ তারিখ তা আরও বাড়তে পারে বলে অনুমান।

Advertisement
বরাবরই
  • 8/11

এখন মূলত ছুটির সময়। তাই এই সময়ে শীতের দিনে বরাবরই একটু বেশি ভিড় থাকে।

রবিবার
  • 9/11

তবে নতুন বছর শুরু হচ্ছে শনি এবং রবিবার দিয়ে। সেই সময়ে ভিড় আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। 
 

দর্শককে
  • 10/11

তবে চিড়িয়াখানায় খুব কড়া ভাবে কোভিড বিধি মানা হচ্ছে। সমস্ত দর্শককে মাস্ক পরেই ঢুকতে দেওয়া হচ্ছে।

নিষিদ্ধ
  • 11/11

চিড়িয়াখানার অন্দরে বন্যপ্রাণীদের খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisement