Kolkata Durga Puja Theme 2022: বাঙালির সেরা উৎসব, দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শুধু প্যান্ডেল হপিংয়ের অপেক্ষা। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন শহরের নামজাদা চারটি পুজো মণ্ডপের। তবে প্যান্ডেল হপিংয়ের আগে চলুন দেখে নেওয়া যাক শ্রীভূমি, সল্টলেক এফডি ব্লক, ৬৬ পল্লি, সুরুচি সংঘ সহ কলকাতার ১০ নজরকাড়া পুজোর কোথায় কী থিম...
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব: মন্ত্রী সুজিত বসু আয়োজিত এই জনপ্রিয় পুজোর এ বছরের থিম ভ্যাটিকান সিটি। গত বছর এই পুজোর থিম ছিল বুর্জ খলিফা। পুজো শুরুর আগে ও পরে এখানে ব্যাপক ভিড়ের অপেক্ষায় উদ্যোক্তারা। রয়েছে আগাম শতর্কতা নেওয়া হয়েছে।
সুরুচি সংঘ: প্রত্যেক বছরের মতো এ বছরেও দর্শনার্থীদের জোয়ার আসতে চলেছে সুরুচি সংঘের পুজো মণ্ডপে। নিউ আলিপুরের এই পুজো মানেই চমক। সুরুচি সংঘের এ বারের পুজোর থিম পথিবী আবার শান্ত হবে। এবার ৬৯তম বর্ষে পড়েছে এই পুজো।
দমদম পার্ক সার্বজনীন: এ বার ৭১তম বর্ষের পা দিয়েছে এই পুজো। পুজো থিম সব দেশ শব্দ সুরে সার্বজনীন। থিম পরিকল্পনা রূপায়নে রয়েছেন ধীমান সুতার।
সল্টলেক এফডি ব্লকের পুজো: এই পুজো এবার ৩৮ বছরে পা দিল। এবারের সল্টলেক এফ ডি ব্লকের পুজোর এবারের থিম শাপমোচন। কাল্পনিক গ্রামের শাপমোচনের কাহিনী ফুটে উঠেছে এই পুজোর প্যান্ডেলের আনাচেকানাচে। মূলত বাঁশ আর পাট দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ।
৬৬ পল্লি: জনপ্রিয় এই বারোয়ারি পুজোর এবারের থিম একান্নবর্তি। পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে কলকাতার পুরনো বনেদি বাড়ির আদলে। এবারেও এখানে মায়ের পুজো করবেন মহিলারাই।
বেলঘড়িয়া মানস বাগ সার্বজনীন: এ বছর এই পুজোর থিম সমান্তরাল। এ বছর বেলঘরিয়া মানস বাগ সার্বজনীনের দুর্গা পুজো ৭৫ বছরে পা দিচ্ছে। এই থিমে একটি পাখি খাঁচায় বন্দি, অন্যটি মুক্ত। এখানে দু'টি পাখির দু'রকম জীবন কাহিনী তুলে ধরা হয়েছে।
বোসপুকুর তালবাগান সার্বজনীন: এ বছর ৭৩ বছরে পা দিল বোসপুকুর তালবাগানের পুজো। এই পুজোর এবারের থিম পুনর্নবীকরণ। একটা পোড়ো মন্দির যেন হঠাৎ করে জেগে উঠেছে এই পুজোর থিমে।
বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীন: এ বছরের এই পুজোর থিম টান। নেশা-মুক্তির বার্তা অভিনব কায়দায় দিতে এবার সেজে উঠছে বোসপুকুর শীতলা মন্দির সার্বজনীনের দুর্গা পুজোর মণ্ডপ।
কলেজ স্কোয়ার: কলকাতার সেরা পুজোগুলির মধ্যে একটি হল কলেজ স্কোয়ারের দুর্গাপুজো। এ বছর ৭৫তম বর্ষে পা দিচ্ছে এই পুজো। এ বছর বৃন্দাবনের প্রেম মন্দিরের আদল তৈরি হয়েছে কলেজ স্কোয়ারের মণ্ডপ।