scorecardresearch
 
Advertisement
কলকাতা

Mahalaya Weather Forecast: মহালয়ায় ভারী বৃষ্টি ৫ জেলায়, যা জানাল হাওয়া অফিস...

 Mahalaya Weather Forecast
  • 1/10

রবিবার মহালয়া। ওই দিন সকালে উঠে বহু মানুষ তর্পণ করতে যান নদীতটে। তাই মহালয়ার রীতি সারতে আকাশের সঙ্গ থাকা দরকার। সে দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। 

Mahalaya Weather Forecast
  • 2/10

হাওয়া অফিস জানিয়েছে,মহালয়ার দিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বলা ভাল, আগামী তিন দিন উত্তরে ভারী বর্ষণের সতর্কতা। 

Mahalaya Weather Forecast
  • 3/10

উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা কালিম্পঙে।   

Advertisement
Mahalaya Weather Forecast
  • 4/10

নীচের দিকের জেলা অর্থাৎ মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Mahalaya Weather Forecast
  • 5/10

উত্তরে বরুণদেব বর্ষালেও দক্ষিণে সেই সম্ভাবনা নেই। মহালয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
 

Mahalaya Weather Forecast
  • 6/10

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় স্থানীয়ভাবে হালকা, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে।

Mahalaya Weather Forecast
  • 7/10

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় নতুন করে কোনও ঘটনা ঘটেনি। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কয়েক দিনে নেই। 

Advertisement
Mahalaya Weather Forecast
  • 8/10

স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিও হালকা থেকে মাঝারিই। মূলত হালকা বৃষ্টি সম্ভাবনাই দক্ষিণবঙ্গে বেশি।

Mahalaya Weather Forecast
  • 9/10

বৃষ্টিতে তো নেই বরং আগামী কয়েকদিনের সামান্য তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

Mahalaya Weather Forecast
  • 10/10

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে।
 

Advertisement