scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 1/7

একটু একটু করে স্বাভাবিক হচ্ছে কলকাতার পরিস্থিতি। তার সঙ্গে তাল মিলিয়ে স্বাভাবিক হচ্ছে Kolkata Metro Rail পরিষেবা। বাড়তে চলেছে বেশ কিছু ট্রেন। ফলে অনেকটাই কমবে যাত্রীদের প্রতীক্ষার সময়।

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 2/7

সোম থেকে শুক্র মেট্রো পরিষেবা চালু রয়েছে সাধারণের জন্য (শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য)। যাত্রীরা এখন শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাতায়াত করতে পারছেন।

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 3/7

রাজ্যে চলা করোনা বিধিনিষেধের মধ্যে শনিবার শুধু জরুরি পেশার সঙ্গে যুক্তদের জন্য সারাদিনে ১০৪টি ট্রেন চলত। গত ১৮ অগাস্ট থেকে শনিবারের ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন শনিবার সারাদিনে ১৭২টি ট্রেন চলছে। 

Advertisement
Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 4/7

এবার আগামী ৬ সেপ্টেম্বর থেকে সোম থেকে শুক্র মেট্রো পরিষেবায় ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে Kolkata Metro Rail কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে দিনে আরও ৬টি ট্রেন বাড়ানো হচ্ছে।

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 5/7

এ প্রসঙ্গে Kolkata Metro Rail কর্তৃপক্ষ জানিয়েছে, অফিস-যাত্রীদের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। এখন প্রতিদিন প্রায় আড়াই লাখ যাত্রী মেট্রোয় যাতায়াত করছেন। তাছাড়া পুজো আসছে। পুজোর কেনাকাটায় মানুষের ভিড় বাড়ছে। তাই মেট্রোর সংখ্যা আর সময়সীমা বাড়ানো হচ্ছে।

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 6/7

আগামী সোমবার থেকে আপ আর ডাউন মিলিয়ে সারাদিনে মোট ২৪৬টি মেট্রো চলবে। তবে শনি ও রবিবার শুধুমাত্র স্টাফ স্পেশাল মেট্রোই চালাবে Kolkata Metro Rail।

Kolkata Metro Rail: ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে পরিষেবার সময়েও!
  • 7/7

আগামী সোমবার থেকে শেষ মেট্রো রাত ৯টার বদলে সাড়ে ৯টায় ছাড়বে। অর্থাৎ, কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়ার সময় বদলে হচ্ছে রাত সাড়ে ৯টা। এ দিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

Advertisement