scorecardresearch
 
Advertisement
কলকাতা

ফের নিম্নচাপের পূর্বাভাস, প্রবল বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে

সোমবার রাজ্যে
  • 1/6

সোমবার রাজ্যে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। ফলে সেই সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে।
 

তবে ভারী বৃষ্টিপাতের
  • 2/6

তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , হাওড়া, হুগলি ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

মঙ্গলবারে বেশি
  • 3/6

মঙ্গলবারে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা। কলকাতাতেও হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার থেকে বাকি জেলার মতো কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। 

Advertisement
মৎস্যজীবীদের
  • 4/6

মৎস্যজীবীদের রবিবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 

মৌসুমী অক্ষরেখা
  • 5/6

মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে।

আগামী ৮ তারিখ
  • 6/6

আগামী ৮ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। সবকটি জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement